ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের নারীরা
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
সুপার ফোরে বাংলাদেশ নয়, আফগানিস্তান-শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন হার্শা
- 5
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং

ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের নারীরা
ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের নারীরা
প্রথম ম্যাচে ৪৪ রানে হার, দ্বিতীয় ম্যাচে ১৯ রানে, তৃতীয় ম্যাচে ৭ উইকেটে ও চতুর্থ ম্যাচে ৫৬ রানে হার। সিলেটে সফরকারী ভারত নারী দলের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ নারী দল।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর বাকি কেবল ১ ম্যাচ। শেষ ম্যাচে বাঘিনীরা হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে, জয়ের আশায়।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে পাত্তা পায়নি বাঘিনীরা। ৩ ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতেও ধবলধোলাই। বড় দলের বিপক্ষে প্রতিরোধই গড়ে তুলতে ব্যর্থ নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের কথাই ধরুন। গতকাল (৬ মে) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে ভারত।
৫ চারে ২৬ বলে ৩৯ রান করে ভারতের সেরা পারফর্মার অধিনায়ক হারমানপ্রীত কর। বল হাতে ২ টি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান। ১ উইকেট নেন শরিফা খাতুন।
জবাব দিতে নামা বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১২৫। তবে ৭ উইকেট হারিয়ে কেবল ৬৮ রান করতে পারে তাঁরা। ওপেনার দিলারা আক্তার ২৫ বলে ২১ রান করেন, তিনে নামা রুবিয়া হায়দার ঝিলিক ১৩ রান করেন। আর দুই ওংক স্পর্শ করেন ৭ নম্বরে নামা শরিফা খাতুন (১১*)। ভারতের পক্ষে ২ টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
আগামী ৯ মে ৫ম ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। ভারতের জন্য ম্যাচটা হোয়াইটওয়াশ করার, বাংলাদেশের জন্য এড়ানোর।