Image

হেড ঝড়ের পর অস্ট্রেলিয়ার দাপুটে জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হেড ঝড়ের পর অস্ট্রেলিয়ার দাপুটে জয়

হেড ঝড়ের পর অস্ট্রেলিয়ার দাপুটে জয়

হেড ঝড়ের পর অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের ঝড়ো ব্যাটিংয়ে বিপক্ষে ২৮ রানের জয় পেয়েছে অজিরা। এর জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ জিতে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। 

বুধবার সাউদাম্পটনে টসে হেরে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া । জবাবে শেন অ্যাবটের বিধ্বংসী বোলিংয়ে ১৫১ রানেই গুড়িয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের তুলোধুনো করে পাওয়ার প্লে তেই ৮৬ রান তুলে ফেলেছিলেন দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট। সাকিব মাহমুদের ষষ্ঠ ওভারের একদম শেষ বলে হারাতে হয় হেডের উইকেট। আউট হওয়ার আগে করেন ২৩ বলে ৫৯ রান। তার ইনিংসে ছিলো ৮ টি চার ও ৪ টি ছয়ের মার।

পরের ওভারেই ২ রান করে আউট হন অধিনায়ক মিচেল মার্শ।ম্যাথু শট ফেলেন ২৬ বলে ৪১ রান করে। তারপর জশ ইংলিশের ২৭ বলে ৩৭ রানের ইনিংসে ভালো স্কোর জড়ো করে অস্ট্রেলিয়া। তবে শেষদিকে ভালো বল করতে থাকে ইংলিশ বোলাররা। ফলে নির্ধারিত ২০ ওভারের আগেই অল আউট হয়ে যায় অজিরা।

ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন ৩ টি উইকেট, জোফরা আর্চার ও সাকিব মাহমুদ নেন ২ টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ওপেনার উইল জ্যাকস বিদায় নেন মাত্র ৬ রান করে। পাওয়ার প্লে থেকে আসে ৪৬ রান। জর্ডান কক্স ফেরেন ১২ বলে ১৭ রান করে।

ব্যার্থ হন ফিল সল্টও, ফেরেন ১২ বলে ২০ রান করে। এক পর্যায়ে মাত্র মাত্র ৫২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তখন লিয়াম লিভিংস্টোন স্যাম কারানকে নিয়ে ৩১ বলে ৫৪ রানের জুটি গড়েন। তবে তা যথেষ্ট ছিলো না।

১৮ রান করে আউন হয়ে যান স্যাম কারান। লিভিংস্টোন ফেরেন ২৭ বলে ৩৭ রান করে। অজি বোলারদের সামনে বাকি ব্যাটাররাও কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই অলআউট হয় স্বাগতিক দল। হেরে যায় ২৮ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে শন অ্যাবোট ৩ উইকেট নেন। জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পার শিকার ২টি করে। ২৩ বলে ৫৯ রান করে ম্যাচ ম্যাচ সেরা হন ট্রাভিস হেড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three