আগের ৭ ম্যাচে ৭৫, ফাইনালে কোহলির ৭৬

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আগের ৭ ম্যাচে ৭৫, ফাইনালে কোহলির ৭৬

আগের ৭ ম্যাচে ৭৫, ফাইনালে কোহলির ৭৬

আগের ৭ ম্যাচে ৭৫, ফাইনালে কোহলির ৭৬

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথম ওভারে দুর্দান্ত শুরুর পর জোড়া ধাক্কা খায় ভারত। তবে প্রোটিয়ারা থামাতে পারেনি কোহলিকে। ফাইনাল ম্যাচে এসে পেয়েছেন টুর্নামেন্টে তার প্রথম ফিফটি। আগের ৭ ম্যাচে মোটে ৭৫ রান করা কোহলি আজ খেলেছেন ৭৬ রানের ইনিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান পাওয়া ভারতের চোখ শিরোপা পুনরুদ্ধারে। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ স্কোর। 

দক্ষিণ আফ্রিকা ও ভারত দুই দলই এই টুর্নামেন্টে এখনও কোনও ম্যাচে হারেনি। ট্রফির ফাঁকা ক্যাবিনেটকে পূর্ণতা দিতে প্রোটিয়াদের দরকার ১২০ বলে ১৭৭ রান। এবারের বিশ্বকাপে শেষ ম্যাচে এসে ফিফটির দেখা পেলেন কোহলি। আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ফাইনাল ম্যাচ দেখল সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

বারবাডোজের উইকেটে টস জিতে আগে ব্যাটিং বেছে নিতে ভুল করেনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভিরাট কোহলির ব্যাটিং দাপটে প্রথম ওভারেই ভারত পেয়ে যায় ১৫ রান। পরের ওভারে কেশব মহারাজকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে রোহিত শর্মা ৪র্থ বলে হারান উইকেট। সুইপ খেলতে গিয়ে রোহিত স্কয়ার লেগে হেনরিখ ক্লাসেনের হাতে দুর্দান্ত এক ক্যাচের শিকার। রানের খাতা খোলার সুযোগই পাননি তিনে নামা রিশাব পান্ট। তিনিও চেষ্টা করেন সুইপের, তবে টপ এজে ডি ককের গ্লাভসে পড়েন ধরা।

দুই বাউন্ডারিতে ওভার শুরু করা কেশব মহারাজ ওভার শেষ করেন দুই উইকেট শিকার করে। মুহূর্তেই থেমে যায় ভারতের রানের চাকার গতি। ইনিংসের তৃতীয় ওভারে কাগিসো রাবাদ খরচ করেন কেবল ৩। ৩ বলের মধ্যে রোহিত-পান্টকে হারিয়ে চাপে ভারত। ম্যাচের প্রথম ওভারেই তিনটি চার মারা ভিরাট কোহলি শুধু ছন্দেই ফেরেননি, দলকে এনে দিতে থাকেন স্বস্তি। 

আগের ওভারে দারুণ বল করা রাবাদা নিজের দ্বিতীয় ওভার করতে এসে উইকেট নিতে আর ভুল করেননি। আগ্রাসী হতে যাওয়া সুরিয়াকুমার যাদব ৩ রানের বেশি পাননি। এবার ফাইন লেগ থেকে দৌড়ে গিয়ে আরও এক ক্যাচ লুফে নেন ক্লাসেন। ৪ বলে ৩ রান নিয়ে সুরিয়া প্যাভিলিয়নে ফিরে গেলে ভারতের স্কোরবোর্ডের হাল ৩৪/৩। এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাবাদার বলে উইকেট হারান সুরিয়া। 

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল দলটি। তবুও তারা পাওয়ার প্লে শেষ করে ৪৫ রান নিয়ে। পাওয়ার প্লে চলাকালীন তিন উইকেট হারিয়েও কোহলি-আক্সার ভারতীয় ক্রিকেট দলের হাল ধরলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁরা দুজনে বড় রানের পার্টনারশিপ গড়ে তুলেন। পাঁচে আসা আক্সারের সঙ্গে ৪২ বলে ৫০ রানের জুটি কোহলির।

ব্যাটিং অর্ডার এগিয়ে এসে দাপুটে খেলতে থাকা আক্সার ছিলেন ফিফটির পথেই, কিন্তু রান-আউটের ফাঁদে ব্যক্তিগত ৪৭ রানে নিয়েছেন বিদায়। ৩১ বলের ইনিংসে চার মেরেছেন কেবল একটি, বিপরীতে তার ছয়ের সংখ্যা ৪টি। ভাঙে ৫৪ বলে গড়া কোহলির সঙ্গে ৭২ রানের জুটি। এরপর কোহলি ঠিকই পঞ্চাশ ছুঁয়েছেন, তবে ৪৮ বল খেলে। যেখানে ইনিংসের প্রথম ৫ বলেই কোহলি করেছিলেন ১৪, পরের ৩৬ রান করতে কোহলির লাগে ৪৩ বল। 

এবারের টুর্নামেন্টে এটিই কোহলির ব্যাট থেকে আসা প্রথম ফিফটি। আগের ৭ ম্যাচ মিলিয়ে মোট ৭৫ রান করা কোহলি আজ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিংয়ে নেমে আউট হয়েছেন ইনিংসের ১৯তম ওভারে। তার ব্যাট থেকে ৫৯ বলে আসে ৭৬ রান। ইনিংসের শেষ ওভারে আনরিখ নরকিয়া মাত্র ৯ রান খরচায় তুলে নেন জোড়া শিকার। আর তাতেই ১৭৬ রানে থামে ভারতের ইনিংস। শেষ পাঁচ ওভারে ৩ উইকেট হারিয়ে শিবাম দুবের কল্যাণে ভারত পেয়েছে ৫৮ রান।