Image

২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের সূচি প্রকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের সূচি প্রকাশ

২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের সূচি প্রকাশ

২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের সূচি প্রকাশ

ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজ সিরিজের জন্য ফিক্সচার এবং ভেন্যু ঘোষণা করেছে। ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট। ৪ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম টেস্ট দিয়ে শেষ হবে মর্যাদার এই লড়াই।

অ্যাশেজের ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে পার্থে। চার দশকে এই প্রথমবার গ্যাবার পরিবর্তে অন্য কোথাও (পার্থ স্টেডিয়াম) অ্যাশেজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। শেষ দুটো টেস্ট হবে মেলবোর্ন ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

আগামী বছর ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাশেজ। প্রথম টেস্টটি হবে পার্থে। ব্রিসবেনের গ্যাবায় সিরিজের দ্বিতীয় টেস্ট। গোলাপি বলের এই টেস্ট অনুষ্ঠিত হবে ৪-৮ ডিসেম্বর। আইকনিক অ্য়াডিলেড ওভালে গড়াবে তৃতীয় টেস্ট। বড়দিন অর্থাৎ ক্রিস্টমাসের আগেই আয়োজিত হবে তৃতীয় টেস্টটি। ১৭-২১ ডিসেম্বর চলবে এই ম্যাচ। 

সিরিজের শেষ দুই টেস্ট হবে মেলবোর্ন ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। ৪-৮ জানুয়ারি পঞ্চম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে।

২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের সূচি:

১ম টেস্ট: পার্থ স্টেডিয়াম, পার্থ | ২১-২৫ নভেম্বর
২য় টেস্ট: দ্য গ্যাবা, ব্রিসবেন (ডে/নাইট টেস্ট) | ৪-৮ ডিসেম্বর
৩য় টেস্ট: অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড | ১৭-২১ ডিসেম্বর 
৪র্থ টেস্ট: এমসিজি, মেলবোর্ন | ২৬-৩০ ডিসেম্বর
৫ম টেস্ট: এসসিজি, সিডনি | ৪-৮ জানুয়ারী

Details Bottom