Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

উইকেটরক্ষক-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া এবং স্পিন-অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৫ সদস্যের দলে এই জুটির অন্তর্ভুক্তি অবশ্য ফিটনেস সাপেক্ষে। উমা চেত্রি ভারতের এশিয়া কাপ দলের একমাত্র সদস্য যিনি বাদ পড়েছেন। 

বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জন এশিয়া কাপ দলের অংশ ছিলেন। শুধুমাত্র উমা চেত্রি বাদ পড়েছেন। ভারতীয় নির্বাচকরা উমার পরিবর্তে ইয়াস্তিকা ভাটিয়াকে বেছে নিয়েছে, কিন্তু তার অন্তর্ভুক্তি ফিটনেস সাপেক্ষে। এবং শ্রেয়াঙ্কা পাটিলেরও তাই।  

বিসিসিআই সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। ট্রাভেলিং রিজার্ভ হিসাবে রাখা হয়েছে ৩ ক্রিকেটারকে। নন-ট্রাভেলিং রিজার্ভ আছেন আরও দুই জন।

অধিনায়ক হারমানপ্রীত কৌরের সাথে আসন্ন বিশ্বকাপে ডেপুটি হিসেবে থাকবেন স্মৃতি মান্ধানা। উইকেট-রক্ষক ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিলকে অবশ্য ফিটনেস ইস্যু সাপেক্ষে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩ অক্টোবর টুর্নামেন্ট শুরু হলেও ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর শুক্রবার, দুবাইয়ে তারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ৬ অক্টোবর একই ভেন্যুতে লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। হারমানপ্রীত কৌরের দল টানা তিন ম্যাচ খেলবে দুবাইয়ে, ৯ অক্টোবর তাদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুব পর্বে নিজেদের শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য ভারত খেলবে শারজাহতে।

ভারত যোগ্যতা অর্জন করলে ১৭ অক্টোবর দুবাইয়ে প্রথম সেমিফাইনাল খেলবে। 'এ' গ্রুপে ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 'বি' গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের জন্য ভারত স্কোয়াড: 

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমাহ রদ্রিগেস, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক)*, পূজা বস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলথা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল*, সাজনা সজীবন।

ট্রাভেলিং রিজার্ভ: উমা চেত্রি (উইকেটরক্ষক), তানুজা কানওয়ার, সায়মা ঠাকুর

নন-ট্রাভেলিং রিজার্ভ: রাঘবী বিস্ত, প্রিয়া মিশ্র। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three