Image

টানা ৩ হারে বিপর্যস্ত মুম্বাই, উজ্জ্বল রিয়ান পরাগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টানা ৩ হারে বিপর্যস্ত মুম্বাই, উজ্জ্বল রিয়ান পরাগ

টানা ৩ হারে বিপর্যস্ত মুম্বাই, উজ্জ্বল রিয়ান পরাগ

টানা ৩ হারে বিপর্যস্ত মুম্বাই, উজ্জ্বল রিয়ান পরাগ

টানা ৩ হারে বেশ বিপর্যস্ত অবস্থায় মুম্বাই ইন্ডিয়ান্স। আজ ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে দলটি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে জয় নিশ্চিত করে রাজস্থান। 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়ে মুম্বাই। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের আঘাতে প্রথম ওভারে রোহিত শর্মা ও নামান ধার বিদায় নেন শূন্য রানে। ইশান কিষান কেবল ছিলেন একপাশে তখনো। তবে বোল্ট নিজের দ্বিতীয় ওভার করতে এসে ডেওয়াল্ড ব্রেভিসও ফিরেছেন শূন্য রানে। 

কিষানের থাকাও আর বেশিক্ষণ হলো না। নান্দ্রে বার্গারের ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ১৬ রানে বিদায় নেন এই ওপেনার। মুম্বাই তখন ২০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে। 

এসময় হাল ধরেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। ভার্মার ব্যাটে আসা ৩২ এবং পান্ডিয়ার ব্যাটে আসা ৩৪ রানে কিছুটা জায়গা তৈরি করে মুম্বাই। কিন্তু ততক্ষণে বেশ পিছিয়ে পড়েছে তারা। বড় রান তোলার আশা আর নেই। 

শেষদিকে টিম ডেভিডের ১৭ রান যোগ হয়, আর এতে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস।

রাজস্থানের পক্ষে ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল ৩ টি করে উইকেট নিয়েছেন। 

অল্প লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ইয়াশাসভি জাইসাওয়ালের উইকেট হারায় রাজস্থান। জশ বাটলার ও সানজু স্যামসনের ইনিংসও বড় হয়নি। আকাশ মাধওয়ালের শিকার হয়ে এই দুই ব্যাটার ফিরেছেন যথাক্রমে ১৩ ও ১২ রানে। 

আজও রাজস্থানের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল হয়ে রইলেন রিয়ান পরাগ। পরাগের অপরাজিত ইনিংসে সহজেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় তারা। পরাগের সাথে যোগ হয় রবিচন্দ্রন অশ্বিনের ১৬ বলে ১৬ রানের ইনিংস। অশ্বিনও ফিরেছেন আকাশের শিকার হয়ে। তবে পরাগ ইনিংস শেষ করে বের হন।

অপরাজিত শুভাব দুবে'র সাথে ২৭ বল বাকি থাকতে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় পরাগের পঞ্চাশোর্ধ ইনিংস। এই ব্যাটার শেষপর্যন্ত ক্রিজে ছিলেন ৩৯ বলে ৫৪ রান করে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three