Image

ঢাকায় পা রাখলেন ফিল সিমন্স, কাজে নামবেন শুক্রবার থেকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ঢাকায় পা রাখলেন ফিল সিমন্স, কাজে নামবেন শুক্রবার থেকে

ঢাকায় পা রাখলেন ফিল সিমন্স, কাজে নামবেন শুক্রবার থেকে

ঢাকায় পা রাখলেন ফিল সিমন্স, কাজে নামবেন শুক্রবার থেকে

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হওয়া ফিল সিমন্স আজ (বুধবার) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রস্তুতির জন্য নাজমুল হোসেন শান্তর দলের সাথে কাজ শুরু করবেন শুক্রবার থেকে। 

৬১ বছর বয়সী কোচ ফিল সিমন্স আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সাথে কাজ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন। আজ বাংলাদেশে আসা সিমন্স বিশ্রাম ও বিসিবির সাথে আনুষ্ঠানিকতা সারবেন। শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় দলের অনুশীলন শুরু করার কথা রয়েছে তার। 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, সিমন্সকে কোচ হিসেবে ঘোষণা করে তারা খুশি। বিসিবির পাঠানো বিবৃতিতে ফারুক আহমেদ নতুন হেড কোচ প্রসঙ্গে বলেন, 

'আমি ফিল সিমন্সের সাথে কথা বলার সুযোগ পেয়েছি এবং তার ক্রিকেট দর্শন ও ধারণা শুনেছি। তার বিস্তৃত কোচিং অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং সাফল্যের প্রমাণিত ট্র্যাক রেকর্ড তাকে এই ভূমিকার জন্য একটি আদর্শ পছন্দ।' 

কোচ হিসেবে সিমন্সের একটি বিশিষ্ট ক্যারিয়ার রয়েছে যা বিসিবি বিবেচনায় নিয়েছিল। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে প্রধান কোচ ছিলেন ফিল সিমন্স। তার অধীনেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে বাংলাদেশ দল। 

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ও ওপেনিং ব্যাটার সিমন্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০০২'এ। সিমন্সের কোচিংয়ের অভিজ্ঞতা নেহাৎই কম নয়। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি জাতীয় দলকে কোচিং করিয়েছেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three