ফিফটিতে সাকিবের ফর্মে ফেরা, তাতে বাংলাদেশেরই লাভ
- 1
কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে তামিমের অনুরোধ, তবে...
- 2
বেতন বাড়ল কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
- 3
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 4
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 5
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস
ফিফটিতে সাকিবের ফর্মে ফেরা, তাতে বাংলাদেশেরই লাভ
ফিফটিতে সাকিবের ফর্মে ফেরা, তাতে বাংলাদেশেরই লাভ
এক জয় ও পরাজয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে বাংলাদেশের বিশ্বকাপ মিশন এবার ওয়েস্ট ইন্ডিজে। সুপার এইটের টিকিট পেতে নেদারল্যান্ডসকে হারানোর বিকল্প নেই, এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও রানের দেখা পাননি অধিনায়ক শান্ত। দ্রুত ফিরে গেছেন টপ অর্ডারের আরেক ভরসা লিটন দাসও। তবে শুরুর বিপর্যয় যেন মুহূর্তেই ভুলিয়ে দেন সাকিব আল হাসান, দারুণভাবে তাকে এদিন সঙ্গ দেন তানজিদ তামিম। চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে আজকেই দেখা মিলল আসল সাকিবের। ডাচ বোলারদের পাত্তা না দিয়ে পেয়েছেন স্বস্তির ফিফটি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৪ নম্বর।
সাকিব ফর্মে ফিরেছে তাতে বাংলাদেশেরই লাভ। সাকিবের কামব্যাক ম্যাচেই বাংলাদেশ পেল বড় সংগ্রহ। দেশের সবচেয়ে বড় তারকা এদিন পঞ্চাশ রান ছুঁয়েছেন ৭ বাউন্ডারিতে, ৩৮ বলে। শেষ পর্যন্ত সাকিব অপরাজিত থাকেন ৬৪ রানে, ৪৬ বলে ৯ বাউন্ডারিতে সাজান নিজের কামব্যাকের গল্প। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ১৫৯ রান। ইনিংসের শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তুলেছে ৫৪ রান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলে সুপার এইটের পথে বেশ ভালোভাবেই এগিয়ে থাকবে নাজমুল হোসেন শান্তর দল।
সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই পড়ে বিপর্যয়ে। ওপেন করতে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিদায় নিয়েছেন কেবল ১ রানে। আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যর্থ হন শান্ত, ক্যাচ হয়েছেন প্রথম স্লিপেই। শান্তর দেখানো পথেই যেন প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনে নামা লিটন দাস। সমান ১ রানে থাকা লিটন অবশ্য উইকেট হারান এঙ্গেলব্রেখটের লুফে নেওয়া অনবদ্য এক ক্যাচে।
এরপর অবশ্য বাংলাদেশ ম্যাচে ফিরে আসে দারুণভাবে। থিতু হয়ে যাওয়া তানজিদ হাসান তামিমকে সঙ্গ দিতে এসে সাকিবই হয়ে ওঠেন মারমুখী। দারুণ সব স্ট্রোক্সে সাকিব রানের ফোয়ারা ছোটান সেন্ট ভিনসেন্টের চারদিকে। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিবকে চ্যালেঞ্জ জানাতে এসে লোগান ভ্যান ভিক ৪ বাউন্ডারিতে খরচ করেন মোট ১৯ রান। সাকিব শো'তে ভর দিয়ে বাংলাদেশ ৬ ওভারে স্কোরবোর্ডে জমা করে ৫৪ রান। যা এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাংলাদেশের করা সর্বোচ্চ।
পরের ওভারে বাস ডি লিডকে পেয়ে তানজিদ তামিমও দেখান তান্ডব। ব্যাক টু ব্যাক বাউন্ডারিতে বোলিংয়ে আমন্ত্রণ জানান বাস ডি লিডকে। তবে তানজিদ তামিম বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। পল ভ্যান মেকেরেনকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ হন ডি লিডের হাতে। ২৬ বলে ৩৫ রান করে তামিম উইকেট হারালে ভাঙে সাকিবের সাথে গড়া ৪৮ রানের জুটি, যা আসে কেবল ৩২ বল থেকে।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখানো তাওহীদ হৃদয়কে আজ জ্বলতে দেয়নি টিম প্রিঙ্গল। ১৫ বলে ৯ রান করা হৃদয় ব্যাকফুটে খেলতে গিয়ে হারান স্টাম্প। এরপর সাকিব-রিয়াদ মিলে ১৪ ওভারের মধ্যেই বাংলাদেশকে পৌঁছে দেন শতরানে। ৩৮ বলে পঞ্চাশ রান ছুঁয়েছেন সাকিব, স্বস্তির ফিফটি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৩ তম। তবে পরের ডেলিভারিতেই ক্যাচ আউটে বিদায় নেন ব্যক্তিগত ২৫ রানে।
তবে সেন্ট ভিনসেন্টে সাকিব ঝড় তখনও চলতেই থাকে। মাঝে জাকের আলি অনিক এসে খেলেন ১৪ রানের ক্যামিও। ৪৬ বল খেলা সাকিব ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।