Image

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌছে গেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে ৬ বারের বিশ্বকাপ জেতা দল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে প্রোটিয়া নারীরা।

মেয়েদের যে কোনো সংস্করণের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম জয় এটিই। তাছাড়া মোট ৮ বার আয়োজিত এই টুর্নামেন্টে ৬ বারই শিরোপার দেখা পেয়েছে অজি নারীরা। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে অজিদের ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। মাত্র ৭ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ রান করে গ্রেস হ্যারিস আউট হওয়ার পরে ৫ রান করে ফিরে যান জর্জিয়া ওয়ারহ্যাম।

তৃতীয় উইকেট জুটিতে বেথ মুনি ও অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা তোলেন ৫০ রান। ৩৩ বলে ২৭ রানের ধীর গতির ইনিংস খেলে আউট হন তাহলিয়া। বেথ মুনি করেন ৪২ বলে ৪৪ রান। শেষ দিকে এলিস পেরির ২৩ বলে ৩১ এবং লিচফিল্ডের ৯ বলে ১৬ রানে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া । 

বল হাতে দক্ষিণ আফ্রিকার খাকা ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মারিজানে ক্যাপ এবং এমলাবা।  

১৩৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে তেই প্রোটিয়া নারীরা তুলে ফেলে ৪৩ রান। ১৫ রানে তাজমিন ব্রিটস আউট হওয়ার পর ৯৬ রানের জুটি গড়েন লরা উলভার্থ এবং অ্যানেকে বস্ক। এই জুটিতেই জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। 

৪৮ বলে ৮ চার ও এক ছক্কায় অপরাজিত ৭৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচের নায়ক অ্যানেকে। লরা করেন ৩৭ বলে ৪২ রান। ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। জয় পায় ৮ উইকেটের। ম্যাচ সেরা হন অ্যানেকে।

Details Bottom