Image

দলে জায়গা হারাচ্ছেন বাবর আজম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দলে জায়গা হারাচ্ছেন বাবর আজম

দলে জায়গা হারাচ্ছেন বাবর আজম

দলে জায়গা হারাচ্ছেন বাবর আজম

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়তে চলেছেন বাবর আজম। পিসিবির নবগঠিত নির্বাচক কমিটি বাবরকে একাদশের বাইরে রাখার পক্ষে। প্রথম টেস্টে হারের কয়েক ঘণ্টার মধ্যে লাহোরে তারা বৈঠক করে।

মুলতানে ইংল্যান্ডের কাছে ইনিংস হারের পর পাকিস্তান দ্বিতীয় টেস্টের জন্য তাদের দলে উল্লেখযোগ্য পরিবর্তনের চিন্তা করছে, যেখানে বাবর আজমই হবেন সবচেয়ে বড় নাম। 

সাদা পোশাকে গেল দুই বছরে বাবর আজমের গল্প কেবল ব্যর্থতার। ২০২২ সালের ডিসেম্বর থেকে কোনো টেস্ট হাফ সেঞ্চুরি করেননি এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে দুই ইনিংসে ৩৫ রান করেন। ২০২৩ সালের শুরু থেকে, নয়টি টেস্টে বাবরের গড় ২১-এর নিচে।

বাবর ২০১৯ সাল সেই প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতায় একটি ম্যাচও খেলেননি। জাতীয় দল থেকে ছিটকে গেলে আসন্ন কায়েদ-ই-আজম ট্রফিতে শেষ অবদি দেখা মিলতে পারে বাবরের।

আগামী ১৫ অক্টোবর মুলতানে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three