Image

বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্স

বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্স

বিপিএল ২০২৫: সিলেট স্ট্রাইকার্স

সিলেট স্ট্রাইকার্স বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে মোট ১১ জন ক্রিকেটারকে কিনে নিয়েছে। টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। রিটেইনড না করলেও প্লেয়ার্স ড্রাফট থেকে তারা দলে টেনে নেয় মাশরাফিকে। তবে ক্যারিবিয়ান রাহকিম কর্নওয়ালকে দলে নিয়ে সবচেয়ে বড় চমক দেখাল সিলেট ফ্র্যাঞ্চাইজি। 

প্লেয়ার্স ড্রাফটে মাশরাফিকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ছিল ৪০ লাখ টাকা। এর আগে সরাসরি চুক্তিতে ঘরের ছেলে জাকের আলি অনিককে যুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি। আগের আসরে খেলা জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকে করে রিটেইনড। 

মাশরাফি ছাড়া সিলেট ড্রাফট থেকে দলে নেয় ওপেনিং ব্যাটার রনি তালুকদার, পেসার আল-আমিন হোসেন, স্পিনার আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলামকে। শক্তিশালী করেছে তাদের স্পিন আক্রমণ। 

পল স্টার্লিং, জর্জ মুন্সিদের সাথে সিলেটের জার্সি গায়ে বিপিএল মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল, আফগান ব্যাটার সামিউল্লাহ শেনওয়ারি ও ইংলিশ পেসার রিচ  টপলি। 

সিলেট স্ট্রাইকার্স-

তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলি অনিক, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ জামান, নাহিদুল ইসলাম। 

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মুন্সি (স্কটল্যান্ড), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three