পাল্লেকেলেতে সুপার ওভার রোমাঞ্চ, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাল্লেকেলেতে সুপার ওভার রোমাঞ্চ, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

পাল্লেকেলেতে সুপার ওভার রোমাঞ্চ, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

পাল্লেকেলেতে সুপার ওভার রোমাঞ্চ, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

সুপার ওভারে গড়ানো ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়াশিংটন সুন্দরের প্রথম বল ওয়াইড। পরের দু'বলে আউট কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা। জয়ের জন্য সুপার ওভারে ৩ রান প্রয়োজন ছিল ভারতের। প্রথম বলেই চার মেরে খেলা শেষ করে দেন সুরিয়াকুমার যাদব। প্রথম দুই ম্যাচের পর ৩য় ম্যাচেও ভারতের জয়, ফলে শ্রীলঙ্কাকে ৩-০ তে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ভারত।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানেই আউট হন যশস্বী জয়সাওয়াল। ১ রান যোগ করতেই শূন্য রানে ফেলেন সাঞ্জু স্যামসন। ব্যর্থ হয় অধিনায়কের ব্যাট ও। সুরিয়াকুমার যাদব আউট হন ৯ বলে ৮ রান করে।

উইকেটে আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন শুবমান গিল। ১৩ রানে শিভাম দুবে আউট হলে ভারতের রান দাড়ায় ৫ উইকেটে ৪৮। ৩টি চারের সাহায্যে ৩৭ বলে ৩৯ রান করেন গিল। সাত এবং আট নম্বরে নেমে রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর করেন যথাক্রমে ২৬ এবং ২৫ রান। ফলে ভারত সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৭ রান।

১৩৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। প্রথম উইকেটে ৫৮ রান যোগ করেন পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস।  নিশাঙ্কা করেন ২৬ রান এবং ৩ টি বাউন্ডারিতে ৪৩ রান করেন কুশল মেন্ডিস।

ওয়ান‌ ডাউনে নেমে রান পান কুশল পেরেরাও। তবে একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৩৪ বলে ৪৬ রানে আউট হন। কিন্তু প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিরা ব্যর্থ। মিডল অর্ডার ফ্লপ। আগের ম্যাচের মতো কেউ দু'অক্ষরের রানে পৌঁছতে পারেনি। শেষ বলে ভারতের রান ছুঁয়ে ফেলে ম্যাচ করে শ্রীলঙ্কা। এবং ম্যাচ হারে সুপার ওভারে।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হন ওয়াশিংটন সুন্দর৷ প্লেয়ার অব দ্যা সিরিজ হন সুরিয়াকুমার যাদব।