Image

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ১৯ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ১৯ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ১৯ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ১৯ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে নেয়া হয়েছে ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার পেসার মাহলি বিয়ার্ডম্যানকে। মূলত নিয়মিত পেসারদের চোটের কারণে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে নেয়া হয়েছে মাহলি বিয়ার্ডম্যানকে।  

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মাহলি। ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন তিনি। সম্প্রতি আসন্ন বিগ ব্যাশ লিগের জন্য পার্থ স্কোর্চার্স তাকে দলে নিয়েছে। যদিপ এখনও প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়নি তার।

কিছুদিন আগে স্কটল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন অজি পেসার নাথান এলিস। তারপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চোটে পড়েন জাভিয়ের বার্টলেট। আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন স্পেনসার জনসন। এছাড়া রিলে মেরেডিথের ও রয়েছে চোট। এদিকে জশ হ্যাজলউডকে নিয়েও রয়েছে কিছুটা শঙ্কা। ফলে পেসার সংকটে ভুগছে অস্ট্রেলিয়া। 

চলতি বছরের শেষের দিকে ভারতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলব  অস্ট্রেলিয়া। সেই সিরিজের কথা মাথায় রেখে একাদশের নিয়মিত তিন পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ককে নজরদারির মধ্যে রাখতে পারে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ফলে ভাগ্য খুলে যেতে পারে মাহলি বিয়ার্ডম্যানের।

অস্ট্রেলিয়ার স্কোয়াড:মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা। 

ট্রাভেলিং রিজার্ভ: মাহলি বিয়ার্ডম্যান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three