সর্বনিম্ন ১০০০ ও সর্বোচ্চ ১৫ হাজার রুপিতে পাওয়া যাবে চেন্নাই টেস্টের টিকিট
সর্বনিম্ন ১০০০ ও সর্বোচ্চ ১৫ হাজার রুপিতে পাওয়া যাবে চেন্নাই টেস্টের টিকিট
সর্বনিম্ন ১০০০ ও সর্বোচ্চ ১৫ হাজার রুপিতে পাওয়া যাবে চেন্নাই টেস্টের টিকিট
১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে। প্রথম টেস্টের জন্য বিসিসিআই এরমধ্যে ভারতের স্কোয়াড ঘোষণা করেছে। মাঠে বসে খেলা দেখতে ইচ্ছুক দর্শকদের জন্য টিকিটের বৃত্তান্ত প্রকাশ করেছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। সর্বনিম্ন ১০০০ ও সর্বোচ্চ ১৫ হাজার রুপি খরচ করে মিলবে ম্যাচের টিকিট, এক টিকিটেই দেখা যাবে পাঁচ দিনের খেলা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে পেটিএম ইনসাইডারে অনলাইন টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ)। ৯ সেপ্টেম্বর, ভারতীয় সময় সকাল ৯:৪৫ মিনিট থেকে অফিসিয়াল টিকিটিং পার্টনার পেটিএম ইনসাইডার (https://insider.in)-এর মাধ্যমে বিক্রি শুরু হবে। ঐতিহাসিক চিপক ভেন্যুর টিকিটগুলিকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে।
সি, ডি, ই লোয়ার- ১০০০ রুপি
আই, জে, কে লোয়ার- ২০০০ রুপি
আই, জে, কে আপার- ১২৫০ রুপি
কেএমকে টেরেস- ৫০০০ রুপি
সি, ডি, ই (এসি) হসপিটালিটি বক্স- ১০০০০ রুপি
জে (এসি) হসপিটালিটি বক্স- ১৫০০০ রুপি
বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে এবং চেন্নাইয়ে এই আত্মবিশ্বাসকে নিয়ে যেতে আগ্রহী। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ চারে এখন বাংলাদেশ। প্রথম টেস্টের আগে ভারতের লাল বলের খেলোয়াড়রা ১২ সেপ্টেম্বর চিপকে অনুশীলন শুরু করবে। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।
প্রথম টেস্টে ভারতের স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশভি জাইসাওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাব পান্ট (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।