শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা
শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। জেফরি ভ্যান্ডারসে এবং দিলশান মাদুশঙ্কা তিন ম্যাচের সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন। তবে চামিকা করুনারত্নে এবং আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন।
অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। দিলশান মাদুশঙ্কাও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ মিস করে এবার ওডিআই সেটআপে ফিরে আসেন। একই সিরিজে অভিষেক হওয়া মোহাম্মদ শিরাজ তার জায়গা ধরে রেখেছেন।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ দুটি ওডিআই মিস করা ওয়ানিন্দু হাসরাঙ্গাও শ্রীলঙ্কার ৫০ ওভারের সেটআপে ফিরে এসেছেন। তবে অলরাউন্ডার চামিকা করুণারত্নে এবং স্পিনার আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন। মাথিশা পাথিরানা কাঁধের চোটের কারণে বাদ পড়েছেন, অন্যদিকে দুশমান্থ চামিরা এবং নুয়ান থুশারাও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে নেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। প্রথম ওডিআই ২০ অক্টোবর এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৩ এবং ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে, পাল্লেকেলে তিনটি ম্যাচের আয়োজন করবে।
শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড:চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, সাদিরা সামারাবিক্রমা, নিশান মাদুশকা, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিডু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শিরাজ।