সিদ্ধান্ত ছাড়াই শেষ হল আইসিসির আলোচিত সভা
সিদ্ধান্ত ছাড়াই শেষ হল আইসিসির আলোচিত সভা
সিদ্ধান্ত ছাড়াই শেষ হল আইসিসির আলোচিত সভা
কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আইসিসির ভার্চুয়াল সভা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে সেই নিয়ে এখনো থেকে যাচ্ছে জটিলতা। কার্যকর সমাধানের জন্য দুই পক্ষকে (পিসিবি ও বিসিসিআইকে) আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো যৌক্তিক সমাধান না পাওয়ায় শুক্রবারে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের ভার্চুয়াল বৈঠকটি ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল। তবে সামনের সপ্তাহের শেষে সভাটি আবার অনুষ্ঠিত হতে পারে।
শুক্রবারের সভায় আলোচ্যসূচিতে তালিকাভুক্ত তিনটি বিকল্পের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হয়েছিল। সেগুলো হলো- ১. হাইব্রিড মডেল ২. পুরো টুর্নামেন্ট পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া এবং ৩. ভারতকে বাদ দিয়ে পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করা।
এদিকে ঘনিয়ে আসছে টুর্নামেন্ট শুরুর দিন। তবে এখনো নির্ধারন করা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি ভেন্যুর ভাগ্য। নিজ দেশেই পুরো টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে পাকিস্তান। তবে ভারত চাইছে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হোক চ্যাম্পিয়ন্স ট্রফি। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, আইসিসি ও ভারতের পক্ষে। অথ্যৎ হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। এইক্ষেত্রে পাকিস্তানকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে রাজি আইসিসি।