অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ শুরু ফেব্রুয়ারিতে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা
-
2
মুহাম্মদ ওয়াসীমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত
-
3
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
4
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড
-
5
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ শুরু ফেব্রুয়ারিতে
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ শুরু ফেব্রুয়ারিতে
দেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট পুরস্কার ও ম্যাচ ফি ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্ব দেবেন আকবর আলী।
ধূমকেতু একাদশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী কোচ থাকবেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচিং প্যানেলে রয়েছেন হেড কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের হেড কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার, সহকারী কোচের দায়িত্বে থাকবেন রাজিন সালেহ আলম।
এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, যা ম্যাচে কৌশলগত বৈচিত্র্য যোগ করবে বলে আশা করছে বিসিবি।
টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
দর্শকদের জন্য প্রতিদিন বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ থেকে ১,০০০ টাকার মধ্যে।
