নিউইয়র্কেও পাকিস্তানের পতন, ভারত ৭-১ পাকিস্তান
 
                                নিউইয়র্কেও পাকিস্তানের পতন, ভারত ৭-১ পাকিস্তান
নিউইয়র্কেও পাকিস্তানের পতন, ভারত ৭-১ পাকিস্তান
আবারো পাক-ভারত চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে জয়ী ভারত। সহজ ম্যাচ হাত ফোসকে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নাসিম শাহ, সেই সাথে টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের সুর বাজছে পাক শিবিরে।
জিততে হলে ১২০ বলে ১২০ রান দরকার ছিলো পাকিস্তানের। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা করে ৫৭ রান। তখন পর্যন্ত ও ম্যাচ ছিলো পাকিস্তানের পক্ষে। কিন্তু সেই সহজ সমীকরণ টাও মেলাতে পারেনি পাক ব্যাটাররা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গেছে ৬ রানে।
রবিবার টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ভারত অলআউট হয় ১১৯ রানে। বৃষ্টি বাগড়া দেয়া ম্যাচে দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও ভিরাট কোহলি। তবে রিশাভ পান্থ ও প্যাটেলের ব্যাটে দারুণভাবে এগোচ্ছিল ভারত। ১০ ওভার শেষে স্কোর ছিলো ৩ উইকেটে ৮১। তখন ও মনে করা হচ্ছিলো পাকিস্তানকে বড় রানের টার্গেট দেবে ভারত কিন্তু শেষ দিকে খেল দেখিয়েছে পাকিস্তানি বোলাররা।
মাত্র ২৪ রানে শেষ ৬ উইকেটে হারিয়ে ১১৯ রানেই থামে ভারতের ইনিংস। ১ ওভার বাকি থাকতেই অলআউট হয় তারা। পাকিস্তানের চার পেসার মিলে ৯ উইকেট নিয়েছেন। ৩টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হারিস রউফ। মোহাম্মদ আমির ২টি ও শাহিন আফ্রিদি নেন ১ উইকেট।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৬ রানে। ১৩ রানে আউট হন বাবর আজম। এরপর রিজওয়ান-উসমান খাজার প্রতিরোধে কিছুদূর এগোয় পাকিস্তান। দুজনের ৩১ রানের জুটি ভাঙে রিভিউ’র কল্যানে। উসমানও ফেরেন বাবরের সমান ১৩ রান করে। ফখর জামানও করেন ১৩ রান।
তখন জয়ের জন্য পাকিস্তানের দরকার ৪৭ রান, হাতে উইকেট ৭ টি এবং বল বাকি আছে ৪৬ টি। টি-টোয়েন্টির জন্য যা খুব ই সম্ভব একটি সহজ লক্ষ্য। কিন্তু ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পরে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। রিজওয়ান,শাদাব চাপের মুখে দ্রুতই ফিরে যান। অল্প সময়ের ব্যবধানে ৪ উইকেট হারানোর প্রভাব পড়ে রান তাড়ায়। পাকিস্তানের জন্য সমীকরণ হয়ে যায় জটিল।
শেষ ৩ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩০ রান। উইকেটে ছিলেন ইমাদ ওয়াসিম এবং ইফতিখার আহমেদ। ১৮তম ওভারে ৯ রান দেন মোহাম্মদ সিরাজ। পরের ওভারের বুমরা প্রথম ৫ বলে দেন ৩ রান, শেষ বলে আউট করেন ইফতেখারকে। শেষ ওভারে উইকেটে নেমে ২টি বাউন্ডারি হাঁকান নাসিম শাহ। কিন্তু সেটাও যথেষ্ট হয়নি পাকিস্তানের জয়ের জন্য। ভারতের কাছে হার মানতে হয় ৬ রানে।
টানা দ্বিতীয় হারে ‘এ’ গ্রুপ টেবিলের তলানীতে এখন বাবর আজমের দল। ৪ পয়েন্ট নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র রয়েছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        