নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে বাংলাদেশের জ্যোতি
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে বাংলাদেশের জ্যোতি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে বাংলাদেশের জ্যোতি
সদ্য সমাপ্ত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র অর্জন স্কটল্যান্ডের বিপক্ষে জয়। এছাড়াও দারুণ এক কীর্তি গড়েছেন বাঘিনীদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটার একমাত্র পারফর্মার অধিনায়ক জ্যোতি পেলেন স্বীকৃতি। আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে উইকেটকিপার-ব্যাটার হিসেবেই জায়গা পেয়েছেন বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি।
সোমবার ঘোষণা করা হয় আইসিসির টিম অব দ্য টুর্নামেন্ট। সেখানে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসাবে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বকাপে চার ম্যাচে ১০৪ রান করেছেন তিনি। তাছাড়া উইকেটের পেছনে জ্যোতি ছিলেন দুর্দান্ত। নিয়েছেন ১টি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ডিসমিসাল।
আইসিসি টিম অব দ্য টুর্নামেন্টে ওপেনার হিসাবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভালভার্ট ও তাজমিন ব্রিটস। ওয়ান ডাউন ব্যাটার হিসাবে আছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াইট হজ। তারপরেই আছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য অ্যামেলিয়া কার।
৫ এ আছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তারপরের অবস্থান টা ক্যারিবিয়ান ডিয়ান্দ্রা ডটিনের। একই দেশের অ্যাফি ফ্লেচার ও আছেন এই দলে। বোলার হিসাবে পরের অবস্থান গুলো যথাক্রমে নিউজিল্যান্ডের রোজমেরী মেয়ার, অস্ট্রেলিয়ার মেগান শুট, দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা। দ্বাদশ খেলোয়াড় হিসাবে আছেন নিউজিল্যান্ডের ইডেন কারসন।