চেন্নাইয়ে মাত্র ১১ রান করতেই রোহিত গড়লেন রেকর্ড
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
বাংলাদেশকে ব্যাট করার সুযোগ না দিয়েই বৃষ্টির হস্তক্ষেপে পরিত্যক্ত ম্যাচ
- 3
অশ্বিনের কথার জবাবে সাকিবের কড়া বার্তা
- 4
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 5
ওমানের বিপক্ষে সহজ জয়, দুর্দান্ত শুরু পাকিস্তানের

চেন্নাইয়ে মাত্র ১১ রান করতেই রোহিত গড়লেন রেকর্ড
চেন্নাইয়ে মাত্র ১১ রান করতেই রোহিত গড়লেন রেকর্ড
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী বয়সে এক ক্যালেন্ডার বছরে ১,০০০ রান করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। চেন্নাই টেস্ট বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই অল্প রানে আউট হয়ে গিয়েছেন ভারতের এই অধিনায়ক। প্রথম ইনিংসে ১৯ বলে ৬ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে ৭ বলে ৫ রান করেন তিনি।
৩৭ বছর ১৪৪ দিন বয়সী রোহিত বাংলাদেশের বিপক্ষে মোট ১১ রান করে ২০২৪ সালে ১০০০ রান অতিক্রম করেন। যার মাধ্যমে তিনি এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বয়স্ক ভারতীয় অধিনায়ক হিসাবে ১০০০ রান করেন। এ বছর এখনও পর্যন্ত ২৭ ইনিংসে ১,০০১ রান করেছেন রোহিত। তাঁর রানের গড় ৪১.৭০। এ বছর এখন পর্যন্ত ৩টি শতরান এবং ৬টি অর্ধশতরান করেছেন ভারতের অধিনায়ক।
ভারতীয় দলের হয়ে তিনি তিনটি ওয়ানডেতে ১৫৭ রান, ১১ টি-টোয়েন্টিতে ৩৭৮ রান এবং সাতটি টেস্টে ৪৬৬ রান করেছেন।২০২৪ সালে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ভারতীয় অধিনায়ক পঞ্চম স্থানে রয়েছেন। শ্রীলঙ্কার পথুম নিসাঙ্কা ২৪ ম্যাচে ১১৬৪ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। এবং তার পরে রয়েছেন কুশল মেন্ডিস, যিনি এখন পর্যন্ত সব ফরম্যাটে খেলা ৩৩ ম্যাচে মোট ১১৬১ রান করেছেন। রোহিতের উদ্বোধনী সঙ্গী যশস্বী জয়সওয়াল ১০৯৯ রান নিয়ে তালিকায় তৃতীয় এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ১১২৮ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
রোহিতই একমাত্র অধিনায়ক যিনি ২০২৪ সালে ১০০০ রান করেছেন। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক অসাধারণ ফর্মে ছিলেন। তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রোহিত শর্মা।