বোল্ট খেলছেন তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ
বোল্ট খেলছেন তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ
বোল্ট খেলছেন তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ট্রেন্ট বোল্ট নিশ্চিত করেছেন যে তিনি তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। 'আমার পক্ষ থেকে বলছি, এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।', বোল্ট উগান্ডার বিপক্ষে কেবল ৭ রান খরচায় ২ উইকেট শিকার করার পর মিডিয়াকে বলেছিলেন এভাবেই।
১৭ জুন নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন ট্রেন্ট বোল্ট। 'আমার তরফ থেকে বলছি, এটাই হবে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।' - ট্রেন্ট বোল্ট আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সব ম্যাচেই ট্রেন্ট বোল্ট ছিলেন দুর্দান্ত। এখন পর্যন্ত ১৭ ম্যাচে তার নামের পাশে মোট ৩২ উইকেট রয়েছে, ৬.০৭ ইকোনমিতে। যা টুর্নামেন্টের সেরা দশ সর্বকালের উইকেট শিকারীদের মধ্যে দ্বিতীয় সেরা।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের। 'বিধ্বস্ত' নিউজিল্যান্ডের এবার উগান্ডাকে পেয়ে তুলে নিল ৯ উইকেটের বড় জয়। সাউদি, বোল্টদের পেস আগুনের সামনে রীতিমতো অসহায় হয়ে ৪০ রানের বেশি করতে পারেনি উগান্ডা। টার্গেট টপকাতে ৫.২ ওভারের বেশি সময় লাগেনি কিউইদের।
উগান্ডা ম্যাচে বল হাতে বোল্ট ছিলেন চমকপ্রদ। ৪ ওভারের কোটায় মেডেন পেয়েছেন ১টি, ৭ রান খরচায় দখলে নিয়েছেন ২ উইকেট।