Image

দেশের মাঠ থেকে কেন অবসরে যেতে চাইলেন না রিয়াদ?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দেশের মাঠ থেকে কেন অবসরে যেতে চাইলেন না রিয়াদ?

দেশের মাঠ থেকে কেন অবসরে যেতে চাইলেন না রিয়াদ?

দেশের মাঠ থেকে কেন অবসরে যেতে চাইলেন না রিয়াদ?

আজ দিল্লিতে সংবাদ সম্মেলনে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিল রিয়াদের ব্যাটিং ফর্ম। চলমান ভারত সিরিজের প্রথম ম্যাচে নেমে করতে পারেননি ১ রানের বেশি। তাতে সমালোচনা হয় আরও জোরালো, এর মাঝেই রিয়াদ নিলেন অবসরে যাওয়ার সিদ্ধান্ত। ভারত সিরিজের বাকি দুই ম্যাচ খেলে বাংলাদেশের জার্সি গায়ে ২০ ওভারের ফরম্যাটে আর দেখা যাবে না সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। 

সব ঠিক থাকলে মাহমুদউল্লাহ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন হায়দ্রাবাদে আগামী ১২ অক্টোবর। পরের বিশ্বকাপের জন্য নতুনদের সুযোগ দিতে অবসরের ঘোষণা রিয়াদের। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ২০ ওভারের ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিবৃতিতে বলেন, ২০২৬ বিশ্বকাপে নতুনদের সুযোগ দিতে তার সরে দাঁড়ানো। 

তবে দেশের মাঠ থেকে, দেশের দর্শকদের সামনে থেকে কেন অবসরে যেতে চাইলেন না? রিয়াদের সহজ উত্তর, 'যদি ভাবি বাংলাদেশ থেকে অবসর নেব, অনেক দেরি হয়ে যাবে। এটা আমার জন্য এবং দলের জন্য ভালো সিদ্ধান্ত হবে না। আমার মনে হয়েছে এটাই সেরা সময়। আমি বিশ্বাস করি, সিদ্ধান্তটা ভালো হয়েছে।' 

বিদায় বেলায় রিয়াদ জানালেন তার কোনো আক্ষেপ নেই, 'আমার কোনো আক্ষেপ নেই। বাংলাদেশের হয়ে খেলার সময় কোনো পর্যায়ে কখনই আমার আক্ষেপ ছিল না। আমি সবসময় টিম ম্যান হতে চেয়েছি, যে পজিশনেই খেলি না কেন। আমার দায়িত্ব পালন করতে সচেষ্ট ছিলাম। কোনো আফসোস নেই।'

অভিজ্ঞ রিয়াদ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৩৯ ম্যাচ খেলেছেন। সিরিজের পরের দুই ম্যাচে একাদশে থাকলে রিয়াদের ম্যাচ সংখ্যা হবে ১৪১। ব্যাট হাতে ২৩.৪৮ গড় ও ১১৭.৭৪ স্ট্রাইকরেটে ২৩৯৫ রান করেছেন ৮ ফিফটি হাঁকিয়ে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three