চট্টগ্রামের নেটে ব্যাটিং করলেন মুশতাক, উইকেট হারালেন তাইজুলের বলে
চট্টগ্রামের নেটে ব্যাটিং করলেন মুশতাক, উইকেট হারালেন তাইজুলের বলে
চট্টগ্রামের নেটে ব্যাটিং করলেন মুশতাক, উইকেট হারালেন তাইজুলের বলে
এক মুশতাক আহমেদ বাংলাদেশে এসে করছেন কতকিছু। মিরপুরে প্রথম টেস্টের পর দলের সাথে চট্টগ্রামে না এসে মুশতাক যান বিকেএসপিতে, বিশেষ ক্লাস করান লেগ স্পিনার রিশাদ হোসেনকে। কাল থেকে শুরু দ্বিতীয় টেস্ট, এর আগের দিন মুশতাক হাজির সাগরিকায়। তাইজুল, নাইম, হাসানদের নিয়ে ব্যস্ত থাকেন শেষ দিনের অনুশীলনে। তবে এখানেই মুশতাকের গল্প শেষ হয়নি। শিষ্যদের দিয়েছেন অন্যরকম এক চ্যালেঞ্জ। তবে দারুণ খেলতে থাকা মুশতাক বোল্ড হলেন তাইজুলের ডেলিভারিতে।
সেই কবে, ২০০৮ সালে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা পাকিস্তান তারকা মুশতাক আহমেদ আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্লাভস-প্যাড পড়ে ব্যাট হাতে নামলেন। তাইজুল ইসলাম, নাইম হাসানদের স্পিন ঘূর্ণি মোকাবিলা করলেন পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার। বাংলাদেশের ৩ স্পিনারকে ৬টি করে বল করতে বলছিলেন মুশতাক, যেখানে স্পিন কোচ ব্যাট করবেন। আউট করার জন্য শিষ্যদের চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিলেন। যেখানে সফল হন তাইজুল ইসলাম।
নেটে ব্যাটিংয়ে গিয়েই মুশতাক ব্যাট হাতে বাউন্ডারির শট খেলেছেন। দুই, এক রান নেওয়ার মতো শটও খেলেছেন উইকেটের চারদিকে। দারুণ সব স্ট্রোক্স খেলতে থাকা মুশতাককে অবশ্য রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বোল্ড করলেন তাইজুল ইসলাম। আর তাতেই তাইজুল সহ নাইম, হাসান মুরাদরা মাতলেন আনন্দ-উচ্ছ্বাসে।
ভারতের বিপক্ষে সিরিজে মুশতাক আহমেদ অনুপস্থিত থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দলে ফিরেছেন। সিরিজ শেষে ফের পাকিস্তানে ফিরে যাবেন মুশতাক।
পরবর্তীতে ফ্রি থাকলে টাইগার স্পিনারদের সাথে সিরিজ অনুসারে সিরিজে কাজ করবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে বলেছিল যে তারা এই বছরের শেষে মুশতাকের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায়।