বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল
বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল
বিপিএল একাদশ আসরের ড্রাফটে খেলোয়াড় বেছে নেওয়ার কাজ সম্পন্ন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লেয়ার্স ড্রাফট থেকে সবচেয়ে বেশি ১৩ জন ক্রিকেটার কিনেছে তারা। ড্রাফট, রিটেইনড এবং সরাসরি চুক্তি মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি ২২ সদস্যের দল গড়েছে। প্লেয়ার্স ড্রাফটে বরিশালের টেবিলে আলো ছড়িয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলে আরও একবার একই দলের হয়ে খেলতে দেখা যাবে দেশের ক্রিকেটের তিন তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। এবার তাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকেও দলে যুক্ত করে বরিশাল।
সব মিলিয়ে ফরচুন বরিশাল ২০২৫ বিপিএলের জন্য স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। রিটেনশন প্রসেস অনুযায়ী পছন্দের ক্রিকেটার তামিম ও মুশফিককে তারা ধরে রেখেছিল। এরপর ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে টেনে নেয়। রিশাদের সাথে স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাইম হাসান।
আর পেস আক্রমণে বরিশালের ভরসা এবাদত হোসেন। দেশীয় ক্রিকেটারদের মধ্যে বরিশালের আরও দুই পেসার হলেন রিপন মন্ডল ও শহিদুল ইসলাম। তরুণ মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলামও এবার বিপিএল মাতাবেন তামিম ইকবালের নেতৃত্বে।
বিদেশি কেনায়ও চমক দেখিয়েছে বরিশাল। মোহাম্মদ নবী, কাইল মায়ের্স, ডেভিড মিলার, ফাহিম আশরাফ, জেমস ফুলারের সাথে আগে থেকে করে রাখে চুক্তি। ড্রাফট থেকে তারা দলে নেয় লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা ও প্রোটিয়া পেসার নাদ্রে বার্গারকে। পাকিস্তানের আরও দুই ক্রিকেটার আছেন বরিশালের স্কোয়াডে, পেসার মোহাম্মদ আলি ও খান জাহানবাদ।
ফরচুন বরিশাল-
দেশি- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বিদেশি- মোহাম্মদ নবী (আফগানিস্তান), কাইল মায়ের্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা)।