শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ হয়ে পদত্যাগ করলেন অধিনায়ক সাউদি
শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ হয়ে পদত্যাগ করলেন অধিনায়ক সাউদি
শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ হয়ে পদত্যাগ করলেন অধিনায়ক সাউদি
তারকা পেসার টিম সাউদি নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট ঘোষণা করেছে, টম লাথাম পূর্ণ মেয়াদে কিউইদের দায়িত্ব নিচ্ছেন।
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে হেরে যাওয়ার কয়েকদিন পরই টিম সাউদির এই ঘোষণা। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে লাথামের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ভারতে আসন্ন টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ডের অন্যতম সেরা পেসার টিম সাউদি ২০০৮ সালে অভিষেকের পর থেকে ১০২ টেস্ট খেলে মোট ৩৮২ উইকেট শিকার করেছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে কেন উইলিয়ামসনের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব নেন। এই সময়কালের মধে ছয়টি জয়, ছয়টি হার এবং দুটি ড্র সহ ১৪টি টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেন।
পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে বলতে গিয়ে সাউদি জানান, এটি দলের সর্বোত্তম স্বার্থে নেওয়া হয়েছে; 'নিউজিল্যান্ডের হয়ে এমন একটি ফরম্যাটে অধিনায়কত্ব করা যা আমার কাছে খুবই বিশেষ, এটি একটি পরম সম্মানের। আমি আমার ক্যারিয়ার জুড়ে সর্বদা দলকে প্রথম স্থানে রাখার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তটিও দলের জন্য সেরা।'
'আমি বিশ্বাস করি যে আমি যেভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারব তা হল মাঠে আমার পারফরম্যান্সের উপর ফোকাস করা এবং নিজের সেরাতে ফিরে আসা, উইকেট নেওয়া চালিয়ে যাওয়া এবং নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচ জিততে সাহায্য করা।'