Image

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

না, আবারো ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘটতে দিলো না আফগানিস্তান। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়ে দুর্দান্ত প্রতিশোধ নিলো আফগানিস্তান। 

বিশ্বকাপে অস্ট্রেলিয়া- আফগানিস্তান ম্যাচ মানে আলাদা উত্তেজনা। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বিপক্ষে জিততে জিততেও হেরে যায় আফগানরা। সেই ম্যাচে ৯১ রানে ৭ উইকেট তুলে নিয়েও ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে হারতে হয় আফগানিস্তানকে। এবারো জ্বলে উঠেছিলেন ম্যাক্সওয়েল, করেছেন ৫৯ রান। কিন্তু সেটা যথেষ্ট ছিলোনা ওয়ানডে বিশ্বকাপের মত অস্ট্রেলিয়াকে জয়ী করার জন্য। 

সেন্ট ভিনসেন্টে ব্যাট করতে নেমে  দারুণ শুরু করে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিংয়ে গড়েন ১১৮ রানের জুটি। ৪৮ বলে ৫১ রান করেছেন ইব্রাহিম। গুরবাজ করেছেন ৪৯ বলে ৬০।

তবে শুরু টা ভালো হলেও শেষ দিকে যেয়ে সেটা ধরে রাখতে পারেনি আফগান ব্যাটাররা।  শেষ ৫ ওভারে মাত্র ২৯ রান করতে পারে তারা। কারণটা প্যাট কামিন্সের হ্যাটট্রিক। পর পর দুই ম্যাচে তিনি করেছেন হ্যাটট্রিক। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আর আজ আফগানিস্তানের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করেছেন এই পেসার। ফলে ১৪৮ রানেই থামতে হয় আফগানিস্তানকে।

১৪৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে শূন্য রানে নাভিন উল হকের বলে ফিরে যান ট্রভিস হেড। ৩য় ওভারে আবারো নাভিনের শিকার হন মার্শ। একটু পরে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার ও। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পরে অস্ট্রেলিয়া। চাপ সামলে নিতে ৩৯ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। থিতু হওয়া এই জুটি ভাঙেন গুলবাদিন।

গুলবাদিনের দারুণ বোলিংয়ে আর কোনো জুটি গড়ে ওঠেনি অস্ট্রেলিয়ার। টিম ডেভিড কে ও ফেরান তিনি। এরপর একে একে ধ্বসে পরে অজিদের ব্যাটিং লাইনআপ। আফগানিস্তানের বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১২৭ রানে। আফগানরা জয় পান ২১ রানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়।

আফগানিস্তানের পক্ষে গুলবাদিন নাইব নেন ৪ টি উইকেট। নাভিন উল হক নেন ৩ টি উইকেট। ম্যাচ সেরা হন গুলবাদিন।

Details Bottom