Image

দলের ক্রিকেটারের সঙ্গে হাথুরুসিংহের অসদাচরণ, কিছুই জানেন না শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দলের ক্রিকেটারের সঙ্গে হাথুরুসিংহের অসদাচরণ, কিছুই জানেন না শান্ত

দলের ক্রিকেটারের সঙ্গে হাথুরুসিংহের অসদাচরণ, কিছুই জানেন না শান্ত

দলের ক্রিকেটারের সঙ্গে হাথুরুসিংহের অসদাচরণ, কিছুই জানেন না শান্ত

চন্ডিকা হাথুরুসিংহকে বিদায় করার মুহূর্তেই নতুন কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি ভাঙার অভিযোগে কোচ হাথুরুসিংহকে বরখাস্ত করা হয়েছে। তবে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক শান্তকে পেয়ে জিজ্ঞাসা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে আপনি কি জানেন? পরবর্তী সময়ে এমন কিছু ফের ঘটলে দলের পক্ষে কি অবস্থান থাকব?

নাজমুল হোসেন শান্ত অনেকটা সেফ জোনে থেকেই দিয়েছেন এই দুই প্রশ্নের উত্তর। শারিরীক হেনস্তার ঘটনায় অধিনায় শান্তর অবস্থান কী ছিল? উত্তরে,

‘আমি এই ব্যাপারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না। ’ 

'(সামনে এমন) ঘটবে না। ’

নতুন হেড কোচের অধীনে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন পারফর্মেন্স করতে চায় বাংলাদেশ? নিজেদের হোম গ্রাউন্ড বলে বেশ আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। শান্তর কথায়,

‘এই টেস্টে আমাদের দল কীভাবে খেলতে চায়। প্রতিটা খেলোয়াড় তার ভূমিকা সম্পর্কে অবগত আছে। কোচকে আমি আমার পরিকল্পনা শেয়ার করেছি, যেটাতে কোচ একমত। আমরা যেহেতু এই মাঠে অনেক ম্যাচ খেলেছি আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছে; সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাব। আগের কোচ বা এই কোচ, এত কিছু মেলানোর প্রয়োজন আমি মনে করি না। কারণ খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ এই মাঠে খেলার ব্যাপারে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three