Image

'জীবনে প্রথমবার সেঞ্চুরি করলাম, পাপন ভাই কি দেবেন?'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'জীবনে প্রথমবার সেঞ্চুরি করলাম, পাপন ভাই কি দেবেন?'

'জীবনে প্রথমবার সেঞ্চুরি করলাম, পাপন ভাই কি দেবেন?'

'জীবনে প্রথমবার সেঞ্চুরি করলাম, পাপন ভাই কি দেবেন?'

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন এমন ক্রিকেটারের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব খেলেছেন ডিপিএল সুপার লিগের ম্যাচ, প্রথম ম্যাচেই দেখা পেয়েছেন রেকর্ড সেঞ্চুরির। এরপর বোর্ড সভাপতিকে ফোন করে চাইলেন উপহার। সব ঠিক থাকলে সাকিব জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন ১০ মে।

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে সাকিব আল হাসান না খেললেও শেষ দুই ম্যাচে খেলা প্রায় নিশ্চিত। আজ রুবেল এক্সপ্রেসের বাইক শোরুম উদ্বোধনে গিয়ে সাকিব মজার ছলেই সাকিব বললেন,

'প্রথম তিন ম্যাচে তো সুযোগ পাইনি পরের দুই ম্যাচে যদি নির্বাচকরা রাখে তাহলে... আমি সেজন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলার যাতে তারা আমার দিকে তাকায়। (ফাজলামি করছিলাম)। আমি জানি না তাদের মনে হবে কিনা কিন্তু আমার সঙ্গে যেটা কথা হয়েছে শেষ দুইটা ম্যাচ খেলার কথা।'

গতকাল ৩ মে লিস্ট এ ক্রিকেটে সাকিব আল হাসান খেলতে নেমেছিলেন ৩০৭ তম ম্যাচ। এর মধ্যে ২৪৭ টি ম্যাচই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা ওয়ানডে। ৬০ তম ম্যাচে এসে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি (লিস্ট-এ) তুলে নেন সাকিব। জাতীয় দলের হয়ে ৯ ওয়ানডে সেঞ্চুরির মালিক সাকিবের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা এখন ১০।

এমন স্মরণীয় সেঞ্চুরির পর বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাকিবকে অভিনন্দন জানিয়েছে কিনা? এমন প্রশ্ন শুনতেই সাকিবের উত্তর, 'না, করেনি দেখে আমি পাপন ভাইকে ফোন দিয়েছিলাম বললাম, ‘ পাপন ভাই এতদিন পর সেঞ্চুরি করলাম কি দেবেন।’ জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three