Image

মাহমুদউল্লাহ রিয়াদের নো বল বদলে দিয়েছে ভারতের মোমেন্টাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মাহমুদউল্লাহ রিয়াদের নো বল বদলে দিয়েছে ভারতের মোমেন্টাম

মাহমুদউল্লাহ রিয়াদের নো বল বদলে দিয়েছে ভারতের মোমেন্টাম

মাহমুদউল্লাহ রিয়াদের নো বল বদলে দিয়েছে ভারতের মোমেন্টাম

নিতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের জোড়া ফিফটিতে ২০ ওভারের সংস্করণে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ম্যাচ জিতেছে ভারত। ৮৬ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়া ১০৮ রানের জুটি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন রিংকু সিং। মাহমুদউল্লাহর সেই নো বলটাই ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে। প্রশংসায় ভাসালেন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা নিতিশ কুমার রেড্ডিকে। 

বাংলাদেশকে ৮৬ রানে পরাস্ত করে সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে গেল সুরিয়াকুমারের দল। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করেছে ভারত। শুরুতে টপ অর্ডারকে হারালেও নিতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের অবিশ্বাস্য ১০৮ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। রেড্ডি ৭৪ এবং রিংকু সিং ৫৩ রান করে ফিরেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিংকু সিং শোনালেন তাদের ইনিংসের গল্প, 'আমি যখন ব্যাটিং করতে ঢুকি তখন রেড্ডি ভাইয়া আমাকে বলেন যে উইকেটে একটু সমস্যা হতে পারে, ঐ হিসাবে খেলবে। শুরুতে আমি ওভাবেই ব্যাটিং করি। এরপর যখন উইকেট একটু ভালো হতে থাকে তখন আমরা আলাপ করতে থাকি যে আগে আমরা জুটি বানাতে থাকব আর যে বলটাই বাজে হবে ওটায় মারতে থাকব। রেড্ডি ভাই যখন ফ্রি হিট পান, তখন মোমেন্টাম আমাদের দিকে চলে আসে।' 

'কোচ এবং অধিনায়ক বলেছে নিজের খেলাটা খেলো এবং মারতে থাক সব বলে (হেসে)। স্পিনারদের বলও গ্রিপ হচ্ছিল। আমরা ভাবছিলাম যে জুটি বানাতে পারলে বড় স্কোর করা যাবে। তো আমরা সিঙ্গেল-ডাবল নিতে থাকি। মাঝে রেড্ডি ভাই চার-ছক্কা মারায় মোমেন্টাম পরিবর্তন হয়ে যায় আমাদের।' 

ফ্রি হিট বলে মাহমুদউল্লাহ রিয়াদকে নিতিশ রেড্ডি হাঁকান ছক্কা। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি, একের পর স্ট্রোক্স খেলেছেন। এরপর অবশ্য একের পর এক ছক্কা হাঁকিয়ে গেছেন নিতিশ কুমার রেড্ডি, রিংকু সিং। ১০ ওভারেই ভারতের রান ছাড়িয়ে যায় একশো। অলরাউন্ড পারফরম্যান্সে গতরাতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রেড্ডি। ৭৪ রানের বিস্ফোরক ইনিংসের পর বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। 

অভিষেক ম্যাচে ১৬ রানে অপরাজিত থাকা নিতিশ কুমার আজ খেললেন ক্যারিয়ার সেরা ৭৪ রানের ইনিংস। তাও আবার কেবল ৩৪ বলে। এই ইনিংস সাজাতে নিতিশ ছয় হাঁকান মোট ৭টি, বিপরীতে তার বাউন্ডারি সংখ্যা ৪। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three