Image

মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশ এইচপির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশ এইচপির

মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশ এইচপির

মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশ এইচপির

৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি স্যিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ এইচপি দল। নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দল। 

ডারউইনে এদিন টস জিতে আগে বাংলাদেশ এইচপিকে ব্যাটিং করতে পাঠায় মেলবোর্ন রেনেগেডস একাডেমি। পারভেজ হোসেন ইমনের দাপুটে ফিফটিতে ২০ ওভারে ১৭০ রান করে সফরকারীরা। জবাবে ১৫.২ ওভারে ৯৩ রানেই অলআউট হয় মেলবোর্ন রেনেগেডস একাডেমি। 

জিশান আলম ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে আসে কেবল ১৯ রান। জিশান আলম ১০ বলে ১০ ও তানজিদ হাসান তামিম ৯ বলে ১৭ রান করে আউট হন। 

চারে নামা আফিফ হোসেন ধ্রুব গোল্ডেন ডাকের স্বাদ পান। ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক আকবর আলিকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন চারে নামা পারভেজ হোসেন ইমন। ১৮ বলে ২১ রান করে আকবর আলি আউট হলে ভাঙে জুটি। 

ইনিংসের সবচেয়ে বড় জুটি আসে ৫ম উইকেটে। পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারি মিলে যোগ করেন ৫১ রান। ৪৮ বলে ৭ চার ও ২ ছয়ে ৬৯ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। ২৫ বলে ১ টি করে চার ও ছয়ে ২৫ রান করে অপরাজিত থাকেন শামীম। 

আবু হায়দার রনি ৮ বলে ১৩ রানের ক্যামিও খেললে ৬ উইকেটে ২০ ওভারে ১৭০ রান করতে পারে বাংলাদেশ এইচপি। মেলবোর্ন রেনেগেডসের পক্ষে ৩ উইকেট নেন ম্যাট হেনিগ, ২ উইকেট নেন টাইলের পিয়ারসন, ১ টি শিকার হ্যারি ডিক্সনের। 

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলে মেলবোর্ন রেনেগেডস একাডেমি। জশুয়া ব্রাউন ১৯, হ্যারি ডিক্সন ১৬ রান করে আউট হন। ৫৪ রানে ২য় উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মেলবোর্ন। ১৫.২ ওভারে ৯৩ রানেই গুটিয়ে যায় তাঁরা। 

মেলবোর্নকে ১০০ করতে না দিতে ৩ টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও রিপন মন্ডল। বাকি ৪ উইকেট নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আবু হায়দার রনি। 

৭৭ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ এইচপি। ৯ দলের সিরিজে আগামীকাল হোবার্ট হারিকেন্সের বিপক্ষে লড়বে আকবর আলিরা, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ এ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three