টানা দুই জয়ে ফাইনালে উঠল রংপুর রাইডার্স
টানা দুই জয়ে ফাইনালে উঠল রংপুর রাইডার্স
টানা দুই জয়ে ফাইনালে উঠল রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স, তাতেই জায়গা করে নিল ফাইনালে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সৌম্য সরকার, সাইফ হাসান দেখান ব্যাটিং ঝড়। এরপর বল হাতে শেখ মেহেদী হাসান শুরুর ওভারেই স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত করে দেন লাহোর কালান্দার্সকে। ডিএলএস মেথডে রংপুর ম্যাচ জিতল ২৩ রানে।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হার, এরপর টানা দুই ম্যাচে জয় নিয়ে রংপুর রাইডার্স উঠে এল টেবিলের দুই নম্বরে। আর তাতেই সৌম্য, সোহানদের মিলল ফাইনালের টিকিট। ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টেবিল টপার ভিক্টোরিয়া ক্রিকেট।
কয়েক দফার বৃষ্টিতে রংপুর রাইডার্স, লাহোর কালান্দার্সের ম্যাচ নেমে আসে ৯ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে অবশ্য উড়ন্ত শুরু পায় রংপুর। তবে উদ্বোধনী জুটির রান যখন ৪৭, সৌম্য সরকারের বিদায়ে ভাঙে জুটি। ৩ চার ও ১ ছক্কায় ১৩ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য।
এরপর রংপুরের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনে নামা সাইফ হাসান। সাইফও শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রানে থামে রংপুরের ইনিংস। ১৪ বলে ২৭ রানের ক্যামিওতে অপরাজিত থাকেন সাইফ হাসান। তাকে সঙ্গ দেওয়া ওপেনার স্টেভেন টেইলর ২৭ বলে করেন ৩২।
রংপুর ৯ ওভারে ৮৫ করলেও লাহোরের জন্য ডিএলএসে টার্গেট দাঁড়ায় ১১১ রানের। যা টপকাতে নেমে শেখ মেহেদী হাসানের প্রথম ওভারেই পাকিস্তানের দলটি হারিয়ে বসে ৩ উইকেট। নিজের পরের ওভার করতে এসে তুলে নেন আরও এক উইকেট। দলীয় ১৪ রানে ৪র্থ উইকেট হারায় লাহোর। ২ ওভার বল করা মেহেদী ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৭ রান করতে পারে লাহোর কালান্দার্স। রংপুর রাইডার্স পেয়েছে ২৩ রানের জয়। সঙ্গে মিলল ফাইনালের টিকিটও।