Image

আফগান লড়াইয়ে শান্তর টস হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগান লড়াইয়ে শান্তর টস হার

আফগান লড়াইয়ে শান্তর টস হার

আফগান লড়াইয়ে শান্তর টস হার

বিশ্বকাপ সুপার এইটের শেষ ম্যাচ, যেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশের জয় প্রার্থনা করছে অস্ট্রেলিয়া, ম্যাচে রাখবে তীর্থের কাকের মতো চোখ। আফগানরা জিতলে যে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অজিরা। কাগজ–কলমে টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনো টিকে আছে বাংলাদেশ। এবার দরকার কেবল আফগানদের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জয়। টসে জিতে আগে ব্যাটিংয়ে আফগানিস্তান। 

সুপার এইটে নিজেদের শেষ ও তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কিংসটাউনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই মূলত নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের গুরুত্ব।

সেমিফাইনালের টিকিট পেতে আফগানদের দরকার কেবল একটি জয়। আর বাংলাদেশকে যেতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে পেতে হবে দ্রুতগতির জয়। টার্গেট টপকাতে নামলে ১৩ ওভারের মধ্যেই ম্যাচ জিততে হবে।

সুপার এইটে প্রথম দুই ম্যাচের একটিও জেতেনি বাংলাদেশ। তাই এই ম্যাচের একাদশে দুই পরিবর্তন আনলো টিম টাইগার্স। স্পিনার মেহেদী হাসানের পরিবর্তে একাদশে সৌম্য সরকার। ভারত ম্যাচে একাদশে না থাকা তাসকিন আহমেদ ফিরলেন আফগান লড়াইয়ে, সেক্ষেত্রে বাদ ব্যাটার জাকের আলি অনিক। 

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Details Bottom