দুই ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত, গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট
-
1
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
4
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
দুই ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত, গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট
দুই ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত, গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট
ভারতীয় জাতীয় ক্রিকেট দল সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে। চলতি মাসের শেষে পাল্লেকেলে ও কলম্বোতে সাদা বলের দুই ফরম্যাটে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ থেকে ২৯ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১ থেকে ৭ আগস্ট হবে ৩ ওয়ানডে। দুই সিরিজ সামনে রেখে ২২ জুলাই শ্রীলঙ্কায় পৌঁছাবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন রোহিত শর্মা, ভিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কায় ভারতকে এই ফরম্যাটে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া।
ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকতে পারেন একাধিক ক্রিকেটার। নেতৃত্বভার উঠতে পারে লোকেশ রাহুলের কাঁধে। এই সফরই কোচ হিসাবে গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট।
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি-
১ম টি-টোয়েন্টি- ২৬ জুলাই, পাল্লেকেলে
২য় টি-টোয়েন্টি- ২৭ জুলাই, পাল্লেকেলে
৩য় টি-টোয়েন্টি- ২৯ জুলাই, পাল্লেকেলে
১ম ওয়ানডে- ১ আগস্ট, কলম্বো
২য় ওয়ানডে- ৪ আগস্ট, কলম্বো
৩য় ওয়ানডে- ৭ আগস্ট, কলম্বো।
