Image

মরনে মরকেলকে ভারতের বোলিং কোচ হিসাবে চান গৌতম গম্ভীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মরনে মরকেলকে ভারতের বোলিং কোচ হিসাবে চান গৌতম গম্ভীর

মরনে মরকেলকে ভারতের বোলিং কোচ হিসাবে চান গৌতম গম্ভীর

মরনে মরকেলকে ভারতের বোলিং কোচ হিসাবে চান গৌতম গম্ভীর

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এবার বোলিং-ফিল্ডিং কোচও দ্রুত ঠিক করে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। তাই বোলিং কোচ হিসাবে বিসিসিআই এর কাছে প্রোটিয়া সাবেক বোলার মরনে মরকেলের নান সুপারিশ করেছেন গৌতম গম্ভীর।

ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ কে হতে পারেন  তা নিয়ে গত কয়েকদিন ধরে একাধিক নাম উঠে আসছে আলোচনায়। যেমন লক্ষ্মীপতি বালাজি ও আর বিনয় কুমার। গৌতম গম্ভীর নিজেই প্রথমে এই দুজনের নাম সুপারিশ করেছিলেন। তবে বিসিসিআই আগ্রহ না দেখালে মরনে মরকেলকে বিবেচনায় রাখতে বলেছেন গম্ভীর। 

সম্প্রতি ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ নিশ্চিত করেছে মরকেলের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রোটিয়া এই বোলার দেশের হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি একদিনের ম্যাচ ও ৪৪টি টি২০ ম্যাচ খেলেছেন। 

২০১৮ সালে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় বলা ৩৯ বয়সী মরনে মরকেলের আছে কোচিং করানোর বেশ ভালো অভিজ্ঞতা। গত বছর ভারতে অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপে মরকেল পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। এমনকি আইপিএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মরকেলের। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রধান কোচ গৌতম গম্ভীর চাইছেন কোচিং প্যানেলের বাকি সাপোর্ট স্টাফরাও তার পছন্দ মত হোক। মরনে মরকেলের সঙ্গে আগে কাজ করেছেন গম্ভীর। ২০১৪ সালে মরকেল যখন কোলকাতা নাইট রাইডার্সে যোগ দেন সেই সময় দলের অধিনায়ক ছিলেন গম্ভীর। তাছাড়া লখনৌ সুপার জায়ান্টসেও একসাথে কাজ করেছেন তারা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three