Image

বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ

বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ

বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ

বাংলাদেশের পরবর্তী সাকিব আল হাসান মনে করা হতো মেহেদী হাসান মিরাজকে। যিনি সাকিবের মত ব্যাট, বল উভয় দিক থেকেই জ্বলে উঠে অবদান রাখবেন দেশের জয়ে। তবে একটা পর্যায়ে শুধুমাত্র বোলার হিসাবেই খেলেছেন দলে কিনবা ব্যাটিং কারিশমাটা ঠিক সেভাবে মেলে ধরতে পারেননি। তবে দিন বলতেছে আর মিরাজ উন্নতি করেছেন নিজের ব্যাটিং স্কিলে। সেই প্রমান মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্সে, যেখানে ব্যাট-বল উভয় দিকেই জ্বলে উঠেছেন তিনি। তাইতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ।

সম্প্রতি পাকিস্তান সিরিজে একজন খাঁটি অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সিরিজ হয়প তার অবদান সবচেয়ে বেশী। দুই ম্যাচে করেন ১৫৫ রান এবং বল হাতে নেন ১০ উইকেট। জেতেন সিরিজসেরার পুরস্কার। এরআগে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্টে খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংস। 

ব্যাট,বল উভয় দিকেই অবদান রাখতে পেরে খুশি মিরাজ। “একটা দলে যদি দুজন অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিংটা এখন ভালো হচ্ছে... শুরুর দিকে আমার ব্যাটিংটা সেভাবে পায়নি দল। আমি বোলার হিসেবে খেলেছি। এখন অবদান রাখছি, খুব ভালো লাগছে।”

মিরাজের মতে বিশ্বসেরা অলরাউন্ডার রাতারাতি হওয়া সম্ভব নয়। বরং লম্বা সময় পরিশ্রম করতে হয়। নিজের ফর্ম লম্বা সময় ধরে একদিন বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার আশা করেন মিরাজ। “(বিশ্বসেরা অলরাউন্ডার হতে) অনুশীলন করতে হবে, কষ্ট করতে হবে। এটা এক-দুই বছরে সম্ভব না। লম্বা সময় ধরে ভালো খেলতে হবে। এখন যেভাবে চলছে এটা যদি লম্বা সময় ধরে রাখতে পারি, তাহলে আশা করি একদিন (বিশ্বসেরা) অলরাউন্ডার হতে পারব।”

অবসরের সময় ঘনিয়ে আসছে সাকিব আল হাসানের। তার অবসরের পর মিরাজের কাঁধেই যাবে দায়িত্বের মূল ভার টা। “এখন আমরা দুজনই খেলছি, দুজনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। সবারই একটা পর্যায়ে অবসরে যেতে হয়। সব দলেই কিন্তু এমন আছে যে বদলি ক্রিকেটার আসা। সাকিব ভাই যখন খেলবে না, তখন হয়তো আমার দায়িত্বটা আরও গুরুত্বপূর্ণ হবে দলের জন্য।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three