ভারতের পিচ শঙ্কা সত্ত্বেও নিউইয়র্কেই থাকছে বিশ্বকাপ
ভারতের পিচ শঙ্কা সত্ত্বেও নিউইয়র্কেই থাকছে বিশ্বকাপ
ভারতের পিচ শঙ্কা সত্ত্বেও নিউইয়র্কেই থাকছে বিশ্বকাপ
ব্যাটারদের জন্য গোলকধাঁধা হয়ে উঠেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ। একই লেংথের বল কখনো পিচে পড়ার পর অতিরিক্ত বাউন্স হয়ে ব্যাটসম্যানের বুকের উপর দিয়ে যাচ্ছে আবার কখনো যাচ্ছে হাঁটুর নিচ দিয়ে! বিশ্বকাপের এই মাঠ নিয়ে ক্রিকেট মহলে চলছে কঠোর সমালোচনা। তবে সমালোচনা থাকা সত্ত্বেও এই মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বাকি ম্যাচগুলো অন্য স্টেডিয়ামে স্থানান্তর করার কোনো পরিকল্পনা নেই আইসিসির।
রবিবার নিউইয়র্কের এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ, যেখানে মাঠে নামবে উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এত গুরুত্বপূর্ন একটা ম্যাচ যুক্তরাষ্ট্রের অন্য ভেন্যু ফ্লোরিডা বা টেক্সাসে সরিয়ে নেয়া যায় কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে আপাতত আইসিসির এমন কোনো পরিকল্পনা নেই। তাই ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাসাউ কাউন্টি স্টেডিয়ামেই।
বিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় দল পিচ কন্ডিশন এবং ব্যাটারদের ইঞ্জুরি ঝুঁকি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্কের এই মাঠেই আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে জশ লিটলের বলে বাহুর উপরিভাগে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় রোহিত শর্মাকে। একই ম্যাচে কনুইয়ে চোট পান রিশাব পান্ট।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে। দুই ম্যাচ মিলিয়ে রান উঠেছে মাত্র ৩৫০। শ্রীলঙ্কা ৭৭ রানে অলআউট। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৮০, খেলতে হয়ে ১৬.২ ওভার। ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। আইরিশরা অলআউট হয়ে যায় ৯৬ রানেই।
আলোচনার টেবিলে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে তীব্র সমালোচনা থাকলেও পাত্তা দিচ্ছে না আইসিসি। ভারত-পাকিস্তান সহ বাকি ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে না নিয়ে অনুষ্ঠিত হবে এই মাঠেই।