Image

দুই দলের পেসাররাই দারুণ: ক্যাম্পবেল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই দলের পেসাররাই দারুণ: ক্যাম্পবেল

দুই দলের পেসাররাই দারুণ: ক্যাম্পবেল

দুই দলের পেসাররাই দারুণ: ক্যাম্পবেল

সিরিজের দ্বিতীয় ম্যাচটিও হারল জিম্বাবুয়ে। সফরকারী দলের শুরুর দিকের ব্যাটিংয়ে কিছু গলদ থেকেই যাচ্ছে। আগের ম্যাচ শেষেও তা নিয়ে কথা হয়েছে সংবাদ সম্মেলনে। এই ম্যাচ শেষ হওয়ার পরে অভিষিক্ত জোনাথান ক্যাম্পবেলের কণ্ঠে উঠে এসেছে একই কথা। দলের ভরসা হয়ে উঠেছিলেন এই ব্যাটার, সাথে যোগ দিয়েছিলেন ব্রায়ান বেনেট। দুজনের জুটিতে লড়াই করার রসদ পায় জিম্বাবুয়ে। 

প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দল এদিনও শুরুর দিকে ব্যর্থ হয়েছে। দলটি ৪২ রান তুলতে হারিয়েছে ৫ উইকেট। সেখান থেকে ক্যাম্পবেল ও বেনেট মিলে যে ৭৩ (৪৩) রানের জুটি গড়লেন, তাতে দল উদ্ধার হয়েছে বলা চলে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে তারা। ক্যাম্পবেলের ব্যাটে আসে ৪৫ (২৪) রান, বেনেট করেন ৪৪ (২৯) রান। 

দলের পারফরম্যান্স মূল্যায়ন প্রসঙ্গে বলতে গিয়ে ক্যাম্পবেল জানান, “আসলে আমরা আরও একবার ভালো শুরু পাইনি। যা নিয়ে আমাদের পরের কিছু ম্যাচে কাজ করতে হবে। আমি মনে করি আমি এবং ব্রায়ান বেনেট যেভাবে মাঝের ওভারে খেলেছি তা দারুণ অনুপ্রেরণাদায়ক। ৯-১০ রানের ওভার এসেছে। এটা ভালো ব্যাপার। শুরুটা ভালো হলে হয়ত আরও ভালো কিছু হতো।”

জিম্বাবুয়ে শুধু ব্যাটিংয়ে খারাপ শুরু করেছে এমনটি নয়। বাংলাদেশের ক্ষেত্রেও চাপটুকু স্পষ্ট বোঝা যায়। বিশেষ করে ওপেনার লিটন দাসের কাছ থেকে আশানুরূপ কিছু পাওয়া হচ্ছে না। এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'ও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন। এক্ষেত্রে ক্যাম্পবেল মনে করছেন, দুই দলের পেসারদের এখানে ভূমিকা আছে।

তিনি বলেন,

“আসলে দুই দলের পেসাররাই দারুণ। শরিফুল দারুণ বোলিং করেছে শুরুতে। বল সুইং করিয়েছে। একই কাজ তাসকিনও করেছে। ভালো গতিতে বল করেছে সে। আমাদের দুই পেসারও পাওয়ারপ্লেতে ভালো করেছে। নতুন বল এখানে একটু বেশি সুইং করে, যে কারণে পাওয়ারপ্লেতে ভালো করা কঠিন হয়ে পড়ে। এই জায়গাটির উপর নির্ভর করে দল ভালো রান পাবে নাকি পাবে না। খুব কঠিন হয়ে যেতে পারে এখানে বড় রান তাড়া করাটা।” 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়ে সাধারণত প্রশংসাসূচক বাক্য শোনা যায়। চলতি সিরিজের উইকেট নিয়েও সন্তোষ দেখা গেল এই জিম্বাবুইয়ান ক্রিকেটারের মধ্যে। তিনি জানালেন, “ভালো। ভালো উইকেট। উইকেট নিয়ে খুশি। সিরিজ আগালে হয়ত বড় রান হবে। সবাই কন্ডিশন বুঝতে পারবে আরও ভালোভাবে তখন আরও রান হবে।”

Details Bottom