Image

ম্যাচ না খেললেও দলের সঙ্গে ভারতে যাবেন এবাদত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচ না খেললেও দলের সঙ্গে ভারতে যাবেন এবাদত

ম্যাচ না খেললেও দলের সঙ্গে ভারতে যাবেন এবাদত

ম্যাচ না খেললেও দলের সঙ্গে ভারতে যাবেন এবাদত

১৯ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। সেই সফরে দলের সঙ্গে ভারত যেতে পারেন পেসার এবাদত হোসেন। শুক্রবার মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এবাদত নিজেই। 

হাঁটুর চোটে গত বছরের জুলাই থেকে মাঠের বাইরে পেসার এবাদত হোসেন। ইনজুরির কারণে মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ সময় ধরে চোট থেকে ফিরে আসার চেষ্টা করলেও এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। 

শুক্রবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে চোটের বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমকে এবাদত বলেন, 'আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে পরিকল্পনা দিয়েছেন, সেটা অনুসরণ করছি। এখনও শতভাগ দিয়ে বোলিং করার অনুমতি দেওয়া হয়নি। আমি ৭০-৮০ ভাগের কাছাকাছি দিয়ে বোলিং করছি।'

ভারত সফরে এবাদতের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও দলের সঙ্গে নেয়া হতে পারে তাকে, 'আমাকে হয়তো দলের সঙ্গে ভারতে নেওয়া হবে। সেখানে আমার বোলিং সমর্থনটা পাব। ডাক্তার, ফিজিও, ট্রেনার সব ধরনের সহযোগিতা পাব। দলের পর্যবেক্ষণে থাকব। এজন্যই হয়তো আমাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে। এরপর ওরকম মনে হলে হয়তো সিদ্ধান্ত নেবে।'

আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে সিলেটের জার্সিতে খেলার কথা এবাদতের। ভারতে গেলে সেটার কি হবে এই ব্যাপারে এবাদত বলেন, 'আমি তো খেলার জন্য মুখিয়ে আছি। এজন্য ফিটনেসটা শতভাগ অর্জন করতে হবে। ফিটনেসটা ওইভাবে যদি উন্নতি হয়, ম্যানেজমেন্ট যদি যথেষ্ট সন্তুষ্ট থাকে, যদি ওইখানে (ভারত) খেলিয়ে দেয়, তাহলে খেললাম। যদি না হয়, তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেগুলো খেলব।'

পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দলের অংশ হতে না পারার আক্ষেপ আছে এবাদতের। তবুও তিনি সামনে ভালো কিছুর প্রত্যাশায় আছেন, 'অবশ্যই আফসোস হয়। প্রায় ১৩ মাস আমি খেলার বাইরে। এমন একটা চোটে পড়েছি, সুস্থ হতে অনেক লম্বা সময় নিয়েছে। খেলোয়াড় হিসেবে বাইরে থাকা অনেক কষ্টের। মনে হয় না আর বেশি দিন লাগবে সুস্থ হতে। আমিও খেলব, ভালো করার চেষ্টা করব।'

প্রসঙ্গত গত বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েন এবাদত। পরের মাসে অস্ত্রোপচার করাতে হয় তার হাঁটুতে। এরপর থেকে মাঠের বাইরে আছেন এবাদত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three