যারা পেয়েছেন সেমিফাইনালে দায়িত্ব
- 1
ঢাকা ক্যাপিটালসের থিম সংয়ে সুপারস্টারদের ছড়াছড়ি
- 2
১৯ বছর পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল, সূচি চূড়ান্ত
- 3
বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
- 4
ঢাকা মেট্রোকে পাত্তা না দিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর
- 5
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টে আম্পায়ারিংয়ে বাংলাদেশের সৈকত
যারা পেয়েছেন সেমিফাইনালে দায়িত্ব
যারা পেয়েছেন সেমিফাইনালে দায়িত্ব
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে। ম্যাচ বাকি কেবল ৩ টি। বিশ্বকাপের দুই সেমিফাইনাল পরিচালনার দায়িত্বে থাকবে ছয় দেশের আট আম্পায়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনাল পরিচালনাকারী ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামীকাল ২৭ জুন ভোর সাড়ে ছয়টায় যখন আফগানরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের অভিজ্ঞ রিচার্ড ইলিংওর্থ ও ভারতের নিতিন মেনন। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আরেক ইংলিশ রিচার্ড কেটেলবোরো। চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন পাকিস্তানের এহসান রাজা, আর ম্যাচ রেফারি থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।
২৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ভারত-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও অস্ট্রেলিয়ার রডনি টাকার। তখন টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। গায়ানায় সেদিন চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের জেফ ক্রো।