Image

শান্তর কণ্ঠে হৃদয়-লিটন-রিশাদদের প্রশংসা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শান্তর কণ্ঠে হৃদয়-লিটন-রিশাদদের প্রশংসা

শান্তর কণ্ঠে হৃদয়-লিটন-রিশাদদের প্রশংসা

শান্তর কণ্ঠে হৃদয়-লিটন-রিশাদদের প্রশংসা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় টা যেনো হারের বৃত্তে আটকে থাকা টাইগারদের এক পশলা বৃষ্টির মত স্বস্তি এনে দিয়েছে। সেই সাথে আত্নবিশ্বাস ফিরিয়ে দিয়েছে ধুকতে থাকা ব্যাটারদের। 

সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন না লিটন দাস, তার ব্যাট থেকে আসছিলো না রান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের ব্যাট হেসেঁছে। আরেক ব্যাটার তাওহীদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের উপর ভর করে জয়ের কাছাকাছি পৌছে যায় বাংলাদেশ। শেষদিকে রিয়াদের দুর্দান্ত ফিনিশিংয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় পায় টাইগাররা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন, হৃদয়, রিয়াদের প্রশংসা করে অধিনায়ক শান্ত বলেন, 'হৃদয় খুব ভালো একটা ইনিংস খেলেছে। রিয়াদ ভাই খেলাটা শেষ করল। লিটন অনেকদিন পর সুন্দর একটা শুরু এনে দিয়েছে। কিছু কিছু জায়গায় ভালো আছে। আমি আশা করব, যে যেদিন সেট হবে সে যেন সেদিন ম্যাচটা জেতায়। আশা করি না যে, সাতজনই ভাল করবে।'  

অনেকদিন ধরেই রিশাদ হোসেনের মতই একজন লেগ স্পিনারের খোঁজে ছিলো বাংলাদেশ। তবে দীর্ঘ দিন সে দলে থাকা সত্ত্বেও পর্যাপ্ত ম্যাচ খেলে নিজেকে প্রমান করার সুযোগ পাচ্ছিলেন না। হাথুরুসিংহে ২য় দফায় বাংলাদেশের কোচ হয়ে আসার পরে রিশাদ হোসেনকে ঝালিয়ে নিয়েছেন বেশ কিছু ম্যাচে সুযোগ করে দিয়ে। সুযোগ লুফে নিয়ে রিশাদ হোসেন ও প্রমান করেছেন নিজেকে। শ্রীলঙ্কা বিপক্ষে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট, হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।

রিশাদের সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'রিশাদ অসাধারণ বল করেছে। শেষ কয়েক সিরিজ ধরেই ভালো করছে। যেভাবে ও অনুশীলন করে, ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সব সময় সংগ্রাম করি যে, আমাদের একটা লেগ স্পিনার নেই। ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করব সামনের ম্যাচগুলোতেও ও অবদান রাখবে।' 

বাংলাদেশ হয়ত ম্যাচটা জিতেছে ঠিক ই। তবে টাইগারদের ব্যাটিং নিয়ে যেই দুশ্চিন্তা ছিলো সেটার কি আদৌ অবসান হলো? সৌম্য, তামিম,শান্ত তিন জন ই ব্যাটিংয়ে ছিলেন ব্যার্থ। টপ অর্ডারের ব্যার্থতার কারণে শুরুতেই চাপে পড়ে গিয়েছিলো বাংলাদেশ। 

ব্যাটিং প্রসঙ্গে শান্ত বলেন, 'আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ আছে। কারণ চাপের ম্যাচ ছিল। দিন শেষে আমরা জিততে চেয়েছি। ফলের কথা চিন্তা করলে আমরা দুটি পয়েন্ট পেয়েছি। ব্যাটসম্যানরা সবাই হয়তো জানে, আমরা ভালো খেলিনি। তবে সবাই প্রতিদিন ভালো খেলবে না।'  

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১০ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three