Image

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরেছেন ক্লাসেন, মিলাররা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরেছেন ক্লাসেন, মিলাররা

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরেছেন ক্লাসেন, মিলাররা

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরেছেন ক্লাসেন, মিলাররা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। বিরতি শেষে ভারত সিরিজে ফিরছেন হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার ও কেশব মহারাজ।

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের জন্য বৃহস্পতিবার পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে শিরোপা হারে প্রোটিয়ারা। সেই বিশ্বকাপেই সর্বশেষ মাঠে নেমেছিলেন মার্কো ইয়ানসেন। লম্বা বিরতির পর ভারতের বিপক্ষে ফিরছেন তিনি। 

তাছাড়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জেরাল্ড কোয়েটজিকেও। তবে বিশ্রাম দেয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ জয়ের নায়ক কাগিসো রাবাদাকে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা মিহলালি এমপঙ্গোয়ানা ও আন্দিলে সিমেলেনকে নেয়া হয়েছে দলে। 

ভারত সিরিজে দলে রাখা হয়নি আনরিখ নরকিয়া এবং তাব্রাইজ শামসিকে। ডাক পাননি কুইন্টন ডি ককও।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার  টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০, ১৩ ও ১৫ নভেম্বর। 

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: 

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপঙ্গোয়ানা, এনকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলেন, লুথো সিপামলা (তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য) ও ট্রিস্টান স্টাবস।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সূচি- 

১ম টি-টোয়েন্টি- ৮ নভেম্বর, হলিউডবেটস কিংসমেড স্টেডিয়াম, ডারবান
২য় টি-টোয়েন্টি- ১০ নভেম্বর, দাফাবেট সেন্ট জর্জেস পার্ক, জিকেবেরহা 
৩য় টি-টোয়েন্টি- ১৩ নভেম্বর, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান 
৪র্থ টি-টোয়েন্টি- ১৫ নভেম্বর, ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three