অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া; আজ সুপার এইট মিশন শুরু করছে একে অপরের বিপক্ষে। স্টার্ক, জাম্পাদের সামনে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি টাইগার ব্যাটাররা। তবে এদিন রানে ফিরেছেন অধিনায়ক শান্ত। ফের তাওহীদ হৃদয় একা হাতে টানলেন দলকে, ২৮ বলে করেছেন ৪০। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৪০ রানে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। ব্যাট করতে এসে আগের প্রতিদিনের মতো আজও ওপেনিংয়ে বিপর্যয়। রান করার চেয়ে টাইগার ওপেনারদের ডাক হওয়া যেন রুটিন কাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ বল খেলে এদিন ডাক হয়েছেন তানজিদ হাসান তামিম। মিচেল স্টার্কের নিচু হয়ে আসা বল ব্যাট দিয়ে আটকে দিতে ব্যর্থ তামিম হারিয়েছেন স্টাম্প।
শূন্য রানে উইকেট হারানো বাংলাদেশ তখন তাকিয়ে তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দিকে। উইকেট বাঁচানোর চিন্তায় লিটন এদিন ইনিংস শুরু করেন বেশ দেখে-শুনে। ইনিংসের প্রথম ১২ বলের মধ্যে ১১ টিই ডট। টিকে যাওয়া আরেক ওপেনার লিটন প্রথম রান পেয়েছেন ১০ তম বলে। তবে স্টার্ক-হ্যাজেলউডদের পেস তোপের সামনে স্কোরবোর্ডের চাকা সচল রাখার কাজ চালিয়ে যান অধিনায়ক শান্ত।
মিচেল স্টার্ক পাওয়ার প্লেতেই করে ফেলেন টানা ৩ ওভার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২০ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম স্টার্ক পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে একাই করেছেন ৩ টি ওভার। যেখানে স্টার্ক রান দিয়েছেন ১৮ বলে সমান ১৮।
বল ডটের মাধ্যমে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। অ্যাডাম জাম্পার বলে সুইপ খেলতে গিয়ে মিস করেন লাইন, উপড়ে যায় লিটন দাসের মিডল স্টাম্প। ২৫ বল খেলা লিটন ২ বাউন্ডারিতে রান পেয়েছেন মোটে ১৬। ব্যাটিং অর্ডার এগিয়ে আনলেও দুই রানের বেশি করতে পারেননি রিশাদ হোসেন।
১ ছয়, ৫ চারে ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলে জাম্পার ২য় শিকার হয়ে ফিরলেন শান্ত। এরপর মার্কাস স্টোইনিস অ্যাকশনে আসতেই ফিরতি ক্যাচে সাকিব হারিয়েছেন উইকেট। প্যাভিলিয়নে ফেরার আগে ১০ বলে তার ব্যাটে রান ৮। দলীয় ১০৩ রানে বাংলাদেশ হারায় ৩ উইকেট।
এদিন দ্রুত বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। একাদশে সুযোগ পাওয়া শেখ মেহেদী হয়েছেন গোল্ডেন ডাক। কামিন্স নিজের তৃতীয় ওভারের শেষ দুই ডেলিভারিতে ফেরান রিয়াদ ও মেহেদীকে।