Image

সাকিব ভেবেছিলেন, ২০১৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরষ্কার পাবেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিব ভেবেছিলেন, ২০১৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরষ্কার পাবেন

সাকিব ভেবেছিলেন, ২০১৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরষ্কার পাবেন

সাকিব ভেবেছিলেন, ২০১৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরষ্কার পাবেন

ব্যাট হাতে ৬০৬ রান, বল হাতে ১১ উইকেট! ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপটা সাকিব আল হাসানের কেটেছে স্বপ্নের মত। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপে ব্যাক্তিগত পারফরম্যান্সে সাকিবের ধারেকাছে ছিলেন না আর কোনো খেলোয়াড় ই। তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিলো টুর্নামেন্ট সেরার পুরস্কার টা উঠবে সাকিবের হাতেই। কিন্তু বাস্তবতা ছিলো ভিন্ন।

সেবার ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পাননি সাকিব আল হাসান। আইসিসির এই সিন্ধান্তে অনেকের মত খারাপ লেগেছিলো সাকিবের নিজের ও। তবে তিনি বাস্তবতা বুঝতে পেরেছিলেন। বঙ্গ বিডির সাকিব স্পেয়াল বিশ্বকাপ শো তে তিনি বলেন,

"আমি ভেবেছিলাম টুর্নামেন্ট সেরার পুরষ্কার হয়তো আমাকে দিবে। মনে মনে একটু স্বপ্ন তো ছিলোই, যে হয়তো দিতে পারে, হয়তো দিতে পারে। তবে আমি বুঝেছিলাম বাস্তবতায় না দেবার সম্ভাবনাটা বেশি। আমার কাছে মনে হয় না ১০২৯ ওয়ার্ল্ড কাপে আমার চেয়ে ডমিনেট করে কেউ খেলেছে। আমার অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান যাদের সাথেই খেলা হয়েছে তাঁরা সবাই আমাকে বলেছে, খুব ভালো খেলেছো তুমি, ট্রেমেন্ডাস ওয়ার্ল্ড কাপ। রবি শাস্ত্রী, ভিরাট কোহলি সবাই আমাকে খুব প্রেইস করেছে।"

২০১৯ বিশ্বকাপে সাকিবের অসাধারণ পারফরম্যান্সের পরেও সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। সাকিবের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার না ওঠার এটাই ছিলো একমাত্র কারণ।সেই বিশ্বকাপের সেরা খেলোয়ার হয়েছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সেমি ফাইনালে আনার সুবাধেই তিনি এ পুরস্কার পান। পুরো টুর্নামেন্টে ১০ ইনিংসে ব্যাট হাতে ৫৭৮ রান করেছিলেন উইলিয়ামসন।

ডেভ হোয়াটমোর, একসময় কোচ ছিলেন বাংলাদেশের। পরবর্তীতে আইপিএলে ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচ হন তিনি। সেই সময়ে বাংলাদেশের খেলোয়াড়দের খুব একটা নাম ছিলোনা তাই খুব ই কম সম্ভবনা ছিলো সাকিবের আইপিএল খেলার। আইপিএলে সাকিবকে তখন দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে দলে নেয়ার পেছনে ডেভ হোয়াটমোরকে কৃতিত্ব দিয়ে সাকিব বলেছেন,

"ডেভ হোয়াটমোরকে বড় কৃতিত্ব দিতে হয়, প্রথমবার আমাকে পিক করার জন্য। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি ওর যে ভালোবাসা ছিলো, হয়তো ও না গেলে ঐ দলে আমাকে পিক করত না।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three