Image

সামনে বাংলাদেশ সিরিজ, টেস্ট দলে ফিরতে চান সুরিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সামনে বাংলাদেশ সিরিজ, টেস্ট দলে ফিরতে চান সুরিয়া

সামনে বাংলাদেশ সিরিজ, টেস্ট দলে ফিরতে চান সুরিয়া

সামনে বাংলাদেশ সিরিজ, টেস্ট দলে ফিরতে চান সুরিয়া

ভারতীয় জার্সিতে তিন সংস্করণে খেলতে চান টি-টোয়েন্টির তারকা ব্যাটার সুরিয়াকুমার যাদব। টেস্ট খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক। মুম্বাইয়ের হয়ে বুচিবাবু আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে খেলতে চান তিনি। 

ভারতকে টি–টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন সুরিয়াকুমার যাদব। তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। এবার সুরিয়া পাখির চোখ করছেন সাদা পোশাকের খেলায়। নিলেন বড় সিদ্ধান্ত, লক্ষ্য টেস্ট দলে প্রত্যাবর্তন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সুরিয়াকুমার বলেছেন, 'ভারতের হয়ে সব সংস্করণে খেলতে চাই। বুচি বাবুতে খেলা এই মৌসুমের লাল বলের টুর্নামেন্টের জন্য আমার ভালো প্রস্তুতি হবে।'

এর আগে মাত্র একটি টেস্ট খেলেছেন। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্যে এবার ঘরোয়া ক্রিকেটে লাল-বলে নেমে পড়ছেন স্কাই। বুচিবাবু ক্রিকেট টুর্নামেন্টে ২৭ আগস্ট জম্মু-কাশ্মীরের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন সুরিয়া। 

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত বেশ কিছু সিরিজ রয়েছে। তাই সুরিয়ার লক্ষ্য টেস্টে প্রত্যাবর্তন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three