Image

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকরা অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, দুই দেশে গিয়েই পাকিস্তান জাতীয় দল তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার সফর ৪ থেকে ১৮ নভেম্বর চলবে, অন্যদিকে জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচগুলি ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সাদা বলের অধিনায়ক কে হবেন তা রবিবার পাকিস্তান সময় বেলা ৩ টা ৩০ মিনিটে লাহোরে একটি মিডিয়া সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি প্রকাশ করবেন।

বাবর আজম, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি, যাদের ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্ট থেকে বিরতি দেওয়া হয়েছিল, তারা অস্ট্রেলিয়ার ম্যাচগুলোর জন্য ফিরেছেন কিন্তু জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকবেন। একইভাবে, মোহাম্মদ রিজওয়ান অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ এবং জিম্বাবুয়েতে ওয়ানডের জন্য উপলব্ধ থাকবেন, তবে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি ম্যাচগুলো থেকে বিশ্রামে থাকবেন।

এটি মূলত পাকিস্তানি নির্বাচকদের রোটেশন পলিসির অংশ, যাতে করে ঘরোয়া লিগে পারফর্ম করা ক্রিকেটাররা দলের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারেন পাকিস্তানের ঘরের মাঠে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। 

ওয়ানডে স্কোয়াডে আনক্যাপড ক্রিকেটারের মধ্যে আছেন আমির জামাল, আরাফাত মিনহাস, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান এবং সাইম আইয়ুব। জাহান্দাদ খান এবং সালমান আলি আগা প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দিয়েছেন।

কামরান গুলাম, ওমর বিন ইউসুফ এবং সুফিয়ান মকিমের জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে, যারা আগে সীমিত ওভারের আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছেন। কামরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডেতে হারিস সোহেলের কনকাশন সাব হিসাবে খেলেছিলেন, ওমর এবং সুফিয়ান এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় হংকংয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলেন। 

গত মাসে ফয়সালাবাদে চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপের খেলায় ১৭ উইকেট নিয়ে মোহাম্মদ হাসনাইনও ওয়ানডে দলে ফিরে এসেছেন, যিনি সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে একটি ওয়ানডে খেলেছিলেন।

বাবর, নাসিম, রিজওয়ান, সালমান এবং শাহীন ছাড়া চারজন খেলোয়াড়কে ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্কোয়াডে নির্বাচন করা হয়েছে। তারা হলেন: আরাফাত মিনহাস, হারিস রাউফ, হাসিবুল্লাহ এবং মোহাম্মদ ইরফান খান।

আমির জামাল, আব্দুল্লাহ শফিক, ফয়সাল আকরাম, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন এবং সাইম আইয়ুব শুধুমাত্র ওয়ানডের জন্য নির্বাচিত হয়েছেন এবং তাদের টি-টোয়েন্টিতে জাহান্দাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, ওমর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সুফিয়ান মকিম এবং উসমান খান রিপ্লেস করবেন। 

সাতজন ওয়ানডে স্কোয়াড সদস্য – বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রাউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি – সোমবার, ২৮ অক্টোবর, মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হবেন, বাকি ওয়ানডে খেলোয়াড়রা মঙ্গলবার, ২৯ অক্টোবর রওনা দেবেন। পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন ২৮ অক্টোবর স্কোয়াডে যোগ দেবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড-

আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রাউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- 

আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রাউফ, হাসিবুল্লাহ, জাহান্দাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম, উসমান খান। 

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আহমেদ দানিয়াল, হারিস রাউফ, হাসিবুল্লাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান এবং তাইয়্যব তাহির, সালমান আলি আগার পাশাপাশি উভয় ফরম্যাটে নির্বাচিত হয়েছেন।

আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, ফয়সাল আকরাম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব এবং শাহনেওয়াজ দাহানি ওয়ানডে দলে নির্বাচিত হয়েছেন এবং তাদের টি-টোয়েন্টিতে আরাফাত মিনহাস, জাহন্দাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, ওমর বিন ইউসুফ, কাশিম আকরাম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি এবং উসমান খান রিপ্লেস করবেন।

হাসিবুল্লাহ, হারিস রাউফ, মোহাম্মদ ইরফান খান এবং সালমান আলি আগা চারজন খেলোয়াড়, যারা অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে জিম্বাবুয়ে সফরের শেষ পর্যন্ত স্কোয়াডে থাকবেন।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড- 

আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রাউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহনেওয়াজ দাহানি এবং তাইয়্যব তাহির।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-

আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রাউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহান্দাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমর বিন ইউসুফ, কাশিম আকরাম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, সুফিয়ান মকিম, তাইয়্যব তাহির এবং উসমান খান। 

পাকিস্তানের অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে সাদা বলের ম্যাচের সূচি:

৪ নভেম্বর: ওয়ানডে, এমসিজি, মেলবোর্ন  
৮ নভেম্বর: ওয়ানডে, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড  
১০ নভেম্বর: ওয়ানডে, পার্থ স্টেডিয়াম, পার্থ  

১৪ নভেম্বর: টি-টোয়েন্টি, দ্য গ্যাবা, ব্রিসবেন  
১৬ নভেম্বর: টি-টোয়েন্টি, এসসিজি, সিডনি  
১৮ নভেম্বর: টি-টোয়েন্টি, বেলেরিভ ওভাল, হোবার্ট  

২৪ নভেম্বর – ওয়ানডে, বুলাওয়ে  
২৬ নভেম্বর – ওয়ানডে, বুলাওয়ে  
২৮ নভেম্বর – ওয়ানডে, বুলাওয়ে  

১ ডিসেম্বর – টি-টোয়েন্টি, বুলাওয়ে  
৩ ডিসেম্বর – টি-টোয়েন্টি, বুলাওয়ে
৫ ডিসেম্বর – টি-টোয়েন্টি, বুলাওয়ে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three