Image

শীর্ষস্থান হারিয়ে ৫ এ নেমে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শীর্ষস্থান হারিয়ে ৫ এ নেমে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান

শীর্ষস্থান হারিয়ে ৫ এ নেমে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান

শীর্ষস্থান হারিয়ে ৫ এ নেমে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রভাব পড়ছে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটারদের র‍্যাংকিংয়ে। যেখানে বলার মত পারফরম্যান্স না করে অবনমন হয়েছে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের। 

গেলবারের হালনাগাদে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেটা ধরে রাখতে পারেননি সাকিব। নেমে গেছেন ৪ ধাপ। ২০৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের অবস্থান এখন ৫ নম্বরে। 

সাকিব আল হাসানের যেমন অবনমন হয়েছে, উন্নতি হয়েছে অস্ট্রেলিয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের। ৩ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। 

২ ধাপ এগিয়ে ৩ থেকে ১ নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ১ ধাপ নেমে ৩ নম্বরে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 

 

সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকা-

১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৩১
২. মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)- ২২৫
৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ২১৬
৪. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ২১০
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২০৮। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three