Image

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে ডাবল হোয়াইটওয়াশ এড়াতে চাইবে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে ডাবল হোয়াইটওয়াশ এড়াতে চাইবে বাংলাদেশ

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে ডাবল হোয়াইটওয়াশ এড়াতে চাইবে বাংলাদেশ

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে ডাবল হোয়াইটওয়াশ এড়াতে চাইবে বাংলাদেশ

ভারত সফরে এসে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশের পরাজয়। টানা দুই ম্যাচ হারের ফলে হায়দ্রাবাদে আজ নাজমুল হোসেন শান্তর দলের হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়া জাকের আলি অনিক জায়গা হারাতে পারেন শেষ টি-টোয়েন্টিতে, তাহলে সুযোগ মিলবে শেখ মেহেদীর। মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে নামছেন দেশের জার্সিতে নিজের শেষ টি-টোয়েন্টি।

অভিজ্ঞ রিয়াদের বিদায় ও হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচ হিসেবে ভারত অপেক্ষাকৃত দুর্বল দল নামাতে পারে ম্যাচটিতে। তবে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি! প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে ভারত। শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ থেকে রবি বিষ্ণোই, তিলক বার্মা, জিতেশ শর্মা এবং হারশিত রানাদের সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া। 

আগের ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শান্ত-লিটনদের সামনে ২২২ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় ভারত। শেষ অবদি ৯ উইকেটে ১৩৫ রান করতে পারে বাংলাদেশ। সুরিয়াকুমারের দল পায় ৮৬ রানের বড় জয়।

ধবলধোলাই থেকে বাঁচতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। নইলে টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে শান্ত-মিরাজদের। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে রেকর্ড ভালো না বাংলাদেশের। ১৬ ম্যাচের ১৫টিতে হেরেছে টাইগাররা। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। 

ভারতের সম্ভাব্য একাদশ-অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং ও মায়াঙ্ক যাদব। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three