Image

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিনন্দন জানাল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিনন্দন জানাল বিসিবি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিনন্দন জানাল বিসিবি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিনন্দন জানাল বিসিবি

গতকাল (৮ আগস্ট) শপথ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা গন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শুরুতে শপথ নেন। পরে শপথ নেন ১৩ উপদেষ্টা, ৩ জন ঢাকার বাইরে থাকায় তাঁরা শপথ নিতে পারেননি। আজ বন্টন করা হয় দপ্তর, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিনন্দন জানায় বিসিবি। সেখানে লেখা হয়- 

'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

বিসিবি নিশ্চিত যে, ক্রীড়া উন্নয়নে তাঁর নিবেদন ও ভালোবাসা দিয়ে জনাব ভূঁইয়া এই নতুন দায়িত্বে উদাহরণযোগ্য নেতৃত্ব ও দূরদর্শিতা প্রদর্শন করবেন। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সময়ে তাঁর এই নিয়োগ হয়েছে এবং বিসিবি তাঁর সফলতা কামনা করছে। বিসিবি আশা করছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে মিলিতভাবে কাজ করার মাধ্যমে আমরা আমাদের অভিন্ন লক্ষ্যগুলো অর্জন করতে পারবো।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three