Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক ডোয়াইন ব্রাভো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক ডোয়াইন ব্রাভো

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক ডোয়াইন ব্রাভো

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক ডোয়াইন ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার, তাঁদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ডোয়াইন ব্রাভোকে বোলিং পরামর্শক হিসাবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ডোয়াইন ব্রাভোর নিয়োগ নিয়ে জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানদের বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পেই যোগ দিবেন তিনি। 

 

৪০ বছর বয়সী ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৫ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রান করেছেন ৬৪২৩, উইকেট নিয়েছেন ৩৬৩ টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০, লিস্ট এ ক্রিকেটে ২২৭ ও টি-টোয়েন্টিতে ৫৭৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬২৫ উইকেটের মালিক ডোয়াইন ব্রাভো। এর সাথে প্রায় ৭ হাজার রান আছে তাঁর নামের পাশে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিশ্চিতভাবে তিনি অন্যতম সফল অলরাউন্ডার। 

দেশের হয়ে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে আইপিএল, সিপিএল শিরোপা জিতেছেন তিনি। 

খেলোয়াড় হিসাবে তো বটেই, কোচ হিসাবেও নাম করেছেন ব্রাভো। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। 

বিশ্বকাপের আগে ট্রেনিং ক্যাম্পের জন্য ইতোমধ্যেই সেন্ট কিটসে পৌঁছে গেছে আফগানিস্তান দল। সেখানেই কোচিং স্টাফে যুক্ত হবেন ব্রাভো। 

Details Bottom