Image

টানা দুই জয়ে এনসিএলের শীর্ষ দুইয়ে রংপুর ও ঢাকা মেট্রো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টানা দুই জয়ে এনসিএলের শীর্ষ দুইয়ে রংপুর ও ঢাকা মেট্রো

টানা দুই জয়ে এনসিএলের শীর্ষ দুইয়ে রংপুর ও ঢাকা মেট্রো

টানা দুই জয়ে এনসিএলের শীর্ষ দুইয়ে রংপুর ও ঢাকা মেট্রো

ন্যাশনাল ক্রিকেট লিগে আজ বিকেলের দুই ম্যাচে যথাক্রমে জিতল রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। ডিএলএস মেথডে ঢাকা বিভাগের বিপক্ষে ২১ রানের জয় পেল রংপুর। আরেক ম্যাচে রাজশাহীকে ৮ রানে হারাল ঢাকা মেট্রো। টানা দুই জয়ে রংপুরের অবস্থান টেবিলের শীর্ষে। সমান দুই জয় নিয়ে ঢাকা মেট্রো আছে দুই নম্বরে। 

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো নির্ধারিত ২০ ওভারের আগেই ১৬২ রান গুটিয়ে যায়। নাইম শেখ আজকেও ব্যাট হাতে দেখালেন ঝড়। রাজশাহীর ওয়াসি সিদ্দিকির ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ২ বলে করেন ৪৩ রান। 

আরেক ওপেনার ইমরানউজ্জামান ব্যক্তিগত ২১ রানে আউট হলে ভাঙে ৬১ রানের উদ্বোধনী জুটি। পাওয়ার প্লে শেষ হতেই বিদায় নেন অধিনায়ক নাইম শেখ। তিনে নামা আনিসুল ইসলাম করেন ১৫। শামসুর রহমান শুভ ২৪ বলে পেয়েছেন ২৭ রান। এছাড়া তাহজিবুল ইসলামের ৩১ রানের ইনিংসে চড়ে ১৬২ রানে নামে ঢাকা মেট্রোর ইনিংস। 

লক্ষ্য তাড়ায় নেমে হাবিবুর রহমান সোহানের ব্যাটে উড়ন্ত শুরু পায় রাজশাহী। তবে আরেক ওপেনার সাব্বির হোসেন হন গোল্ডেন ডাক। ২৩ বলে ৩৩ করে শহিদুল ইসলামের শিকারে পরিণত হন সোহান। অধিনায়ক প্রীতম কুমারের ব্যাট থেকে আসে ১৯ রান। 

কিন্তু একের পর এক উইকেট হারিয়ে মুহূর্তেই ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী। ফরহাদ রেজা একা হাতে লড়াই চালিয়ে পান ফিফটি। তার ব্যাটিংয়েই জয়ের আশা বেঁচে থাকে রাজশাহীর। ইনিংসের শেষ ওভারের ৪র্থ ডেলিভারিতে ফরহাদ রেজা আউট হলে পরাজয় নিশ্চিত হয়ে যায়। ১৫৪ রানে অলআউট হলে ঢাকা মেট্রো ম্যাচ জিতে নেয় ৮ রানে। 

এনসিএল টি-টোয়েন্টির আরেক ম্যাচে ঢাকা ডিভিশনের বিপক্ষে ২১ রানে জিতেছে রংপুর। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ পায় রংপুর বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক। এছাড়া অধিনায়ক আকবর আলির ব্যাট থেকে আসে ২৮ রান। 

লক্ষ্য তাড়ায় নামার আগেই ঢাকা পড়ে বিপাকে। আলোকস্বল্পতা ও ফ্লাইড লাইট না থাকায় ঢাকার ইনিংসে নেমে আসে ১৭ ওভার। ডিএলএস মেথডে ১৭ ওভারে তাদের টার্গেট দাঁড়ায় ১৩৪ রানের। ৩৭ রানে ভাঙে ঢাকার ওপেনিং জুটি। এরপর একের পর এক উইকেট হারিয়ে দলটি করতে পারে কেবল ১১২ রান। আর তাতেই ২১ রানের জয়ে টেবিলের শীর্ষে উঠে রংপুর। 

Details Bottom